X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের এক বছর আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২০, ১০:৫৯আপডেট : ২৮ মার্চ ২০২০, ১১:১১

এফ আর টাওয়ারে আগুন

দাউ দাউ করে জ্বলছে আগুন। চারদিকে মানুষের ছোটাছুটি। আগুনের লেলিহান শিখার সঙ্গে কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে পড়ে আশপাশের পরিবেশ। ভারি হয়ে উঠে আকাশ। ২২তলা একটি ভবনে থাকা কর্মজীবী নারী-পুরুষদের প্রাণবাঁচাতে প্রাণপণ চেষ্টা। ভবনের কাচের দেয়াল বেয়ে নামার চেষ্টা অনেকের। হাত ফসকে পড়ে যাচ্ছেন তাদের কেউ কেউ। নিচে তাদের আর্তনাদ আর মানুষের হায় হায় চিৎকার। নানা ধরনের পরামর্শ। উত্তেজনাকর এই পরিবেশে অস্থির চারপাশ। ফায়ার সার্ভিসের কর্মীরা মুহূর্তেই ছুটে আসেন। একের পর এক বাড়তে থাকে তাদের ইউনিটের সংখ্যা। সুউচ্চভবন হওয়ায় এসব উদ্ধারকর্মী হিমশিম খেতে থাকেন। হেলিকপ্টার দিয়ে ছাদের ওপরে পানি ছেটানোর চেষ্টা চলে। কিন্তু কপ্টারের বাতাসে আগুন বাড়ায় সে চেষ্টাও বন্ধ করতে হয়। এরপর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদের আবার হোস পাইপ দিয়ে পানি ছোড়া আর আটকে পড়াদের উদ্ধারচেষ্টা। তীব্র তাপে গলে যেতে থাকে ভবনের বাইরের কাচ। আগুন থেকে রক্ষা পেতে কেউ কেউ লাফিয়ে পড়েন মাটিতে। চারদিকে গগনবিদারী চিৎকার। আর্তনাদে ভারি হয়ে ওঠে পুরো পরিবেশ। যেন সিনেমার কোনও দৃশ্য। এমন ভয়াবহ ঘটনা ঘটেছিল রাজধানীর প্রাণকেন্দ্র বনানীর গত বছর আজকের (২৮ মার্চ) এই দিনে।

এফ আর টাওয়ারে আগুন

রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক সড়কের এফআর টাওয়ারে গত বছরের এই দিনে ঘটে যাওয়া ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে মুহূর্তেই ২৭ জনের প্রাণহানি ঘটে। আহত হন শতাধিক মানুষ। ওইদিন দুপুর সাড়ে ১২টা দিকে ২৩ তলা ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের স্বজনরা আজও প্রিয়জন হারানো ব্যথায় কাঁদছেন। ভুলতে পারছেন না বিয়োগব্যথা। ওই ঘটনায় উদ্ধার কাজে অংশ নেওয়া ফায়ারসার্ভিসের এক কর্মীও মারা যান। দীর্ঘ ৫দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অব্স্থায় মারা যান তিনি।

ওই ঘটনায় নড়েচড়ে বসে সরকার। অগ্নিকাণ্ডের জন্য ভবনের অনুমোদন, নকশার ত্রুটি ও অগ্নিনিরাপত্তাকে দায়ী করা হয়। এরপর নগরীর সব ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিতের জন্য নড়েচড়ে বসে সবাই। নগরীর বিভিন্ন ভবনে ‘অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ’ লেখা বিভিন্ন ব্যানার লাগিয়ে দেয় ফায়ার সার্ভিস। রাজউক, পুলিশ ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও নানা কর্মসূচি ও উদ্যোগ বাস্তবায়ন করা হয়। নগরীতে ঝুঁকিপূর্ণ বহুতল ভবনের তালিকা তৈরি করে রাজউক। কথা ছিল সেই তালিকা গণমাধ্যমে প্রকাশ করা হবে। ভেঙে ফেলা হবে সব নকশা বহির্ভূত অবৈধ স্থাপনা।

বনানীর এফ আর টাওয়ারে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান

কিন্তু অগ্নিকাণ্ডের কিছুদিন যেতে না যেতেই আবার থেমে যায় সব উদ্যোগ। এখন আর কেউ ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে কথা বলেন না। অলক্ষ্যে সরিয়ে ফেলা হয়েছে ঝুঁকিপূর্ণ লেখা সেই সাইনবোর্ডগুলোও। সরকার শুরু থেকে জানান দিলেও শেষ অবধি প্রকাশ করা হয়নি সেই ঝুঁকিপূর্ণ ভবনের তালিকাও। নকশা বহির্ভূত কোনও ভবনের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হয়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত বাদী হয়ে বনানী থানায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে একটি মামলা দায়ের করেন। এছাড়া এফআর টাওয়ার নির্মাণে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে দুদকের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়।

বনানীর এফ আর টাওয়ারে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান

বনানী থানার মামলায় এফআর টাওয়ারের জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুক ও ভবনের কয়েকটি ফ্লোরের মালিক বিএনপি নেতা ও শিল্পপতি তাসভীর উল ইসলামকে পুলিশ গ্রেফতার করে কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।

এফ আর টাওয়ারের মালিক এসএমএইচআই ফারুক

অন্যদিকে,দুদকের মামলায় ভবন মালিক ফারুক, বিএনপি নেতা তাসভীর উল ইসলাম,রাজউকের সাবেক চেয়ারম্যান কেএএম হারুন,ভবন নির্মাতা প্রতিষ্ঠান রূপায়ন গ্রুপের কর্ণধার লিয়াকত আলী খান মুকুলসহ ২৩ জনকে আসামি করা হয়।

জানা গেছে, এফআর টাওয়ারটি ২৩ তলা হলেও ভবনটি রাজউকের নকশায় ১৮ তলা পর্যন্ত অনুমোদন রয়েছে। ১৯ তলা থেকে ২৩ তলা পর্যন্ত ৫টি ফ্লোর তাসভীর উল ইসলাম ডেভেলপার প্রতিষ্ঠানকে দিয়ে নির্মাণ করিয়ে নিজে মালিক হয়েছেন। জাল নকশা দিয়ে ভবনের ৫টি ফ্লোর অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। কিন্তু, এগুলোর সুরাহা হয়নি এখন পর্যন্ত।

/এসএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা