X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন রোগী ৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২০, ১২:২৩আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৬:০২

করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন রোগী ৯
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা আট। নতুন করে শনাক্ত হয়েছেন নয় জন। মোট শনাক্তের সংখ্যা ৭০। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান।

শনাক্তদের সম্পর্কে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, শনাক্ত নয় জনের মধ্যে আট জনের নমুনা পরীক্ষা আইইডিসিআরে করা হয়েছে এবং একজনের ঢাকার বাইরে। এদের পাঁচ জনের কন্টাক্ট হিস্ট্রি রয়েছে। দুই জন বিদেশ থেকে এসেছে এমন কারও সংস্পর্শে এসেছেন। বাকি দুই জনের তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। বয়সের দিক থেকে বিশ্লেষণ করলে দুই জন শিশু (বয়স ১০-এর নিচে), ২০ থেকে ৩০ বছর বয়সের আছেন তিন জন, দুই জনের বয়স ৫০ থেকে ৬০-এর মধ্যে, একজনের ৬০ থেকে ৭০ এবং একজনের বয়স ৯০ বছর।

নতুন যে দুই জনের মৃত্যু হয়েছে তাদের সম্পর্কে তিনি জানান, একজনের বয়স ছিল ৯০, আরেকজনের ৬৮ বছর। এদের মধ্যে একজন নতুন শনাক্তদের মধ্যে আছেন। একজন ঢাকার এবং অপরজন ঢাকার বাইরের। তাদের মধ্যে একজনের হৃদরোগ ছিল, আরেকজনের স্ট্রোকের ইতিহাস ছিল।

মীরজাদী সেব্রিনা বলেন, তবে একটু ভালো খবর হচ্ছে, আক্রান্ত হওয়া চার জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এই সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, করোনাভাইরাস শনাক্তদের মধ্যে ১২ জন বাড়িতে এবং ২০ জন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ৪৫৭ জনকে হোম কোয়ারেন্টিন এবং ১২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করা হয়েছে। এখন পর্যন্ত ৬৪ হাজার ৬৯৩ জনকে হোম কোয়ারেন্টিন এবং ২৬০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এবং এমআইএস শাখার পরিচালক ডা. হাবিবুর রহমান।

/জেএ/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে