X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

‘বাহরাইনে সাধারণ ক্ষমার মেয়াদে অবৈধ অবস্থানকারীদের আটক করা হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২০, ২৩:২৩আপডেট : ১২ মে ২০২০, ২৩:২৩

বাহরাইনের শ্রমবিষয়ক নিয়ন্ত্রণ সংস্থা এলএমআরএ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার ওসামা আব্দুল্লাহ আল আবসির সঙ্গে  ভিডিও কনফারেন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম বাহরাইনে সাধারণ ক্ষমার অধীনে অনিয়মিত সকল প্রবাসী কর্মীদেরকে বৈধ হওয়ার সুযোগ প্রদানে মূলত বাংলাদেশিরাই উপকৃত হবে। সাধারণ ক্ষমার এই সময়কালে কোনও অনিয়মিত শ্রমিক বা কর্মীকে গ্রেফতারও করা হবে না। মঙ্গলবার (১২ মে) বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলামের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে বাহরাইনের শ্রমবিষয়ক নিয়ন্ত্রণ সংস্থা এলএমআরএ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার ওসামা আব্দুল্লাহ আল আবসি একথা বলেন। ভিডিও কনফারেন্সে আবসি বলেন, ‘বাহরাইনে অনিয়মিত কর্মীদের প্রায় ৮০ শতাংশ যেহেতু বাংলাদেশি, সে কারণে এই সাধারণ ক্ষমার সুযোগটি থেকে মূলত বাংলাদেশিরাই উপকৃত হবে।’
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে জানানো হয় আবসি বলেন, বর্তমান পরিস্থিতিতে যদিও প্রায় ১০ হাজার শ্রমিক চাকরিচ্যুত হয়েছে তারপরও বৈধতার সুযোগ দেওয়ার কারণে প্রায় ১৫ হাজার নতুন চাকরিতে যোগদান করেছেন। করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করে আবসি নিশ্চয়তা দেন যে, সাধারণ ক্ষমার এই সময়কালে কোনও অনিয়মিত শ্রমিক বা কর্মীকে গ্রেফতার করা হবে না এবং কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে না। সুতরাং তারা যেন বাহরাইন সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ বাস্তবায়নের জন্য সহায়তা প্রদান করে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে।’
বাহরাইনে অনিয়মিত সকল প্রবাসী কর্মীদের বৈধ হওয়ার সুযোগ প্রদানের জন্য বাহরাইন সরকারের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান বাংলাদেশি রাষ্ট্রদূত।
করোনা পরবর্তী পরিস্থিতিতে কিভাবে বাংলাদেশি কর্মীদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা যেতে পারে এবং সেই লক্ষ্যে তাদেরকে কি কি দক্ষতার প্রশিক্ষণ দেওয়া যেতে পারে সে বিষয়ে রাষ্ট্রদূত আবসির সহযোগিতা কামনা করেন।
করোনা বিষয়ে অব্যাহত সচেতনতামূলক পদক্ষেপসমূহ সম্পর্কে রাষ্ট্রদূত আবসিকে জানিয়ে বলেন, প্রবাসী বাংলাদেশীদেরকে দ্রুততার সাথে পাসপোর্ট সেবা প্রদানের জন্য ২০ মে ২০২০ তারিখ হতে একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পাসপোর্ট গ্রহণ ও বিতরণ করার কাজ শুরু হবে।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
৪৮ বছরে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১ কোটি ৬৩ লাখ
ইংল্যান্ডের লিডস শহরে পহেলা বৈশাখ উদযাপন
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
সর্বশেষ খবর
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
তার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
উপজেলা নির্বাচনতার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
কালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
উপজেলা নির্বাচনকালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র