X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

সাহাবউদ্দিন হাসপাতালের এমডিসহ তিন জনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২০, ২১:৫৮আপডেট : ২০ জুলাই ২০২০, ২২:৪২

সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা ও ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে রাজধানীর গুলশানে অবস্থিত সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গুলশান থানায় র‌্যাব বাদী হয়ে এই মামলা দায়ের করে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘জালিয়াতির এই মামলায় হাসপাতালের আটক দুই জন ও পলাতক একজনকে আসামি করা হয়েছে। এছাড়া, অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।’

র‌্যাবের তদন্ত সংশ্লিষ্টরা জানায়, এই মামলায় আসামি হিসেবে সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলাম (৩৪), সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত (৫২) এবং ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদিরের (৩৩) নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে। মামলার নামধারী দুই আসামি গ্রেফতার আছেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সালকে গ্রেফতারের চেষ্টা করছেন র‌্যাব সদস্যরা।

প্রসঙ্গত, রবিবার (১৯ জুলাই) বিকালে রাজধানীর গুলশানে সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে ওই হাসপাতালটির বিরুদ্ধে। নেগেটিভ রোগীকে করোনা পজিটিভ বলে হাসপাতালে ভর্তি রেখে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন ধরনের অসঙ্গতি পেয়েছে র‌্যাব। রবিবার রাতে হাসপাতালটির দুই কর্মকর্তাকে র‌্যাবের হেফাজতে নেওয়া হয়।

আরও পড়ুন:

‘ভুয়া রিপোর্ট’ এলো কীভাবে, জানে না সাহাবউদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ

রোগী স্থানান্তরের পর সিলগালা করা হবে সাহাবউদ্দিন মেডিক্যাল

নেগেটিভ রোগীকে করোনা পজিটিভ ঘোষণা দিয়ে ভর্তি রেখেছিল সাহাবউদ্দিন মেডিক্যাল

 

 

/এআরআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তৈরি পোশাক রফতানিতে ইইউ শীর্ষে, যুক্তরাষ্ট্র দ্বিতীয়
তৈরি পোশাক রফতানিতে ইইউ শীর্ষে, যুক্তরাষ্ট্র দ্বিতীয়
ঈদে ২০০ টাকা অতিরিক্ত ভাড়া দাবি বাস মালিকদের
ঈদে ২০০ টাকা অতিরিক্ত ভাড়া দাবি বাস মালিকদের
সড়ক-মহাসড়কে পশুর হাট নয়, নজরদারি বাড়ানোর নির্দেশ
সড়ক-মহাসড়কে পশুর হাট নয়, নজরদারি বাড়ানোর নির্দেশ
গেজেটের নির্দেশনা অনুযায়ী আ.লীগের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
গেজেটের নির্দেশনা অনুযায়ী আ.লীগের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
সর্বাধিক পঠিত
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র