অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা ও ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে রাজধানীর গুলশানে অবস্থিত সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গুলশান থানায় র্যাব বাদী হয়ে এই মামলা দায়ের করে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘জালিয়াতির এই মামলায় হাসপাতালের আটক দুই জন ও পলাতক একজনকে আসামি করা হয়েছে। এছাড়া, অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।’
র্যাবের তদন্ত সংশ্লিষ্টরা জানায়, এই মামলায় আসামি হিসেবে সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলাম (৩৪), সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত (৫২) এবং ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদিরের (৩৩) নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে। মামলার নামধারী দুই আসামি গ্রেফতার আছেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সালকে গ্রেফতারের চেষ্টা করছেন র্যাব সদস্যরা।
প্রসঙ্গত, রবিবার (১৯ জুলাই) বিকালে রাজধানীর গুলশানে সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে ওই হাসপাতালটির বিরুদ্ধে। নেগেটিভ রোগীকে করোনা পজিটিভ বলে হাসপাতালে ভর্তি রেখে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন ধরনের অসঙ্গতি পেয়েছে র্যাব। রবিবার রাতে হাসপাতালটির দুই কর্মকর্তাকে র্যাবের হেফাজতে নেওয়া হয়।
আরও পড়ুন:
‘ভুয়া রিপোর্ট’ এলো কীভাবে, জানে না সাহাবউদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ
রোগী স্থানান্তরের পর সিলগালা করা হবে সাহাবউদ্দিন মেডিক্যাল
নেগেটিভ রোগীকে করোনা পজিটিভ ঘোষণা দিয়ে ভর্তি রেখেছিল সাহাবউদ্দিন মেডিক্যাল