রাজধানীর কামালবাগ, পূর্ব ইসলামবাগ ও চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২টি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা ও ৬ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন সামগ্রী জব্দ করেছে পরিবেশ অধিদফতর।
সোমবার অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনকারী ২টি অবৈধ কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা আদায় ও ৬ হাজার কেজি পলিথিন সামগ্রী জব্দ করা হয়। যার অনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সহকারী পরিচালক মো. সামসুজ্জামান সরকার এ তথ্য নিশ্চিত করেন।
পরিবেশ অধিদফতরের সদর দফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বাজারজাত, মজুতকারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।