X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে অনলাইন টিকিটের নামে ভোগান্তি

জাকিয়া আহমেদ
২১ সেপ্টেম্বর ২০২০, ১৫:০০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৫:০০

বিএসএমএমইউতে অনলাইন টিকিটের নামে ভোগান্তি

রোগীদের সুবিধার কথা চিন্তা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগে অনলাইনে টিকিট কেটে ডাক্তার দেখানোর ব্যবস্থা চালু করা হয়েছিলো। তবে এতে সুবিধার বদলে অসুবিধা ও ভোগান্তি বেড়েছে রোগীদের। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা রোগীরা টিকিট কাটতে না পেরে চিকিৎসা নিতে পারছেন না। আর এ সুযোগে হাসপাতালের এক শ্রেণির কর্মচারী টিকিট কেটে দেওয়ার নাম করে ৩০ টাকার টিকিট বিক্রি করছেন দ্বিগুণ অথবা চার গুণ দামে। অনেকক্ষেত্রে টিকিট না পেয়ে, চিকিৎসা না নিয়েই ফিরতে হচ্ছে রোগীদের। তবে কর্তৃপক্ষ বলছে, এখানে ভোগান্তির কোনও সুযোগ নেই। 

একাধিক চিকিৎসক জানান, বহির্বিভাগের প্রতিটি বিভাগে রোগী অনুসারে অর্ধেক অনলাইনে টিকিট কাটা রোগী ও বাকি অর্ধেক সরাসরি আসা রোগীদের দেখা হচ্ছে। তবে সাধারণ রোগীরা অনেকেই এসে দেখছেন টিকিট নেই, তাদের ফিরে যেতে হচ্ছে।

শনিবার ( ১৯ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বহির্বিভাগ এক এবং দুই এর সামনে অসংখ্য মানুষ বসে রয়েছেন। তাদেরই একজন ফরিদপুরের নাসির মিয়া। স্ত্রী জোবেদা খাতুনের কিডনিরোগসহ আরও সমস্যা রয়েছে। ফরিদপুর থেকে গতকাল রাতে ঢাকায় এসে উঠেছেন রামপুরায় এক আত্মীয়ের বাসায়। আজ সকালে তিনি ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে এসে শোনেন আগের নিয়মে টিকিট বিক্রি হচ্ছে না। অনলাইনে টিকিট কেটে আসতে হবে। 

কিন্তু নাসির মিয়া অনলাইনে কীভাবে টিকিট কাটবেন সেটাই বুঝতে পারছেন না, তিনি হন্যে হয়ে একেক জনকে মোবাইলফোনে নিজের সমস্যার কথা জানাচ্ছিলেন।

নাসির মিয়ার স্ত্রী জোবেদা খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, ছয় বছরের সন্তানকে নিয়ে ঢাকায় এসেছি, ইচ্ছে ছিল ডাক্তার দেখিয়ে চলে যাবো। বাড়িতে বড় দুই সন্তানসহ শ্বশুর-শাশুড়ি রয়েছেন। আবার ঢাকাতে আত্মীয়ের বাসাতেই বা কয়দিন থাকা যাবে, আবার এখন করোনার ভয়। কিন্তু এখানে এসে কোনোভাবেই টিকিট কাটতে পারিনি। আমরাতো অনলাইন বুঝি না, তাহলে কেমন করে ডাক্তার দেখাবো-প্রশ্ন জোবেদা খাতুনের।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে অনলাইনে টিকিট কেটে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, অনলাইন টিকিটের সুযোগে প্রতিষ্ঠানেরই অসাধু কর্মচারীরা টিকিট বাণিজ্য করছেন। কেউ কেউ ১০টা টিকিট কিনে সেগুলো বিক্রি করছে বেশি দামে। এমনকি ৩০ টাকার টিকিট বিক্রি করছে ৬০ টাকায়, আবার ৬০ টাকা দিয়ে কিনে কেউ সেটা বিক্রি করছেন ১০০ টাকায়।

তারা বলছেন, এ প্রতিষ্ঠানে কখনও বহির্বিভাগে রোগীর অভাব ছিল না। কী কারণে অনলাইনের নিয়ম করা হলো, সেটাও একটা প্রশ্ন। রোগীরাতো সরাসরিই আসছেন, তাহলে অনলাইনে টিকিট কেটে কেন আসতে হবে। এটাতো করপোরেট প্রতিষ্ঠান নয়, এটা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান।

বিএসএমএমইউ কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, যে যেমন খুশি তেমন চালানো যাবে মন্তব্য করে চিকিৎসকরা বলছেন, এ হাসপাতালে সেবা নেওয়া বেশিরভাগই দেশের দরিদ্র জনগোষ্ঠী এবং তাদের কাছে এ অনলাইনের সুবিধা নেই, তারা এই বিষয়টি বোঝেনও না। শতকরা ৬০ থেকে ৭৫ শতাংশ রোগী যারা এ হাসপাতাল থেকে সেবা নেন, তারা ঢাকার বাইরের দূর দূরান্ত থেকে আসেন।

সংশ্লিষ্টরা বলছেন, আগে এ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন সাত থেকে আট হাজার রোগী সেবা নিতেন। করোনার শুরুর দিকে সেটা একেবারেই কমে আসে। কিন্তু এখন আবার সেটা বাড়তে শুরু করেছে। নতুন এবং পুরাতন মিলিয়ে প্রায় সেই আগের মতোই রোগী আসা শুরু হয়েছে। কিন্তু দেশের অধিকাংশ মানুষ অনলাইন সেবা বোঝেন না। যে কারণে মানুষ সরাসারি হাসপাতালে চলে আসছেন এবং এসে সীমাহীন ভোগান্তিতে পরছেন। চিকিৎসা না নিয়েই অনেককে ফিরতে হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, রোগীদের জন্য কাউন্টারে টিকিট রাখা হলেও সেটা বেশি সময় রাখা হয় না। আবার কাউন্টার খোলাও হয় সকালের দিকে। যখন রোগীরা এসে পৌঁছান না। তখন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা টিকিট কেটে রাখেন, আর পরে রোগীদের কাছে সেটা বেশি দামে বিক্রি করেন।

এসব বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন উপাচার্য নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, পরিকল্পনা ছিল একজন রোগী দূর থেকে এসে যেন বঞ্চিত না হন। তার যদি টিকিট বুকিং দেওয়া থাকে, তাহলে সে সেবাটা পেয়ে যাবে- এটাই ছিল পরিকল্পনা।

এ প্রতিষ্ঠানে চিকিৎসক অনেক, রোগী দেখার জন্য কোনও সমস্যা হবার কথা নয়, মন্তব্য করে সাবেক ওই উপাচার্য আরও বলেন, কিন্তু এখন এটা উল্টো ভোগান্তিতে ফেলছে রোগীদের, যেটা কাম্য নয়।

বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ভোগান্তির বিষয়টি অস্বীকার করে বলেন, এটা হবার কথা নয়, কাউকে ফেরত দেওয়া হচ্ছে না। সেখানে আমাদের ভিজিল্যান্স টিম রয়েছে। এসময় ফরিদপুর থেকে আসা নাসির মিয়ার ভোগান্তির কথা জানালে উপাচার্য বলেন, ‘আমি বিষয়টি দেখবো, এটা হবার কথা নয়’।

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, যারা নতুন নিয়মের সুযোগ নিয়ে অনিয়ম করছেন, তারা যেহেতু অথোরিটির লোক, তাই অথোরিটিকে দায় নিতে হবে। যারা অন্যায় করছে, বেশি দামে টিকিটি বিক্রি করছে বা দালালি করছে, তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে।

এক্ষেত্রে টেলিমেডিসিনের মাধ্যমে যাদের চিকিৎসা দেওয়া সম্ভব তাদেরকে সেভাবে চিকিৎসা দিয়ে বাকিদের সরাসরি টিকিটের মাধ্যমে সেবা দেওয়ার কথা বলেন তিনি। 

 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?