X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

দীর্ঘ সময়েও সনদ না পাওয়ায় হতাশায় শিক্ষানবিশ আইনজীবীরা

বাহাউদ্দিন ইমরান
০৭ নভেম্বর ২০২০, ০৯:০০আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ০৯:০০

জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষানবিশ আইনজীবীদের অনশন করোনার প্রাদুর্ভাবের শুরুতে থমকে গিয়েছিল জনজীবন। সে অবস্থা থেকে পুরোপুরি উত্তরণের আগেই করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখোমুখি সমগ্র বিশ্ব। এ পরিস্থিতিতে শিক্ষানবিশ আইনজীবীদের লিখিত ও মৌখিক পরীক্ষা বন্ধ রয়েছে। এজন্য দীর্ঘদিন আগে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও সনদের অভাবে বেকার থাকা শিক্ষানবিশ আইনজীবীরা ভীষণ হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তাদের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে উদ্বিগ্ন অভিভাবকরাও। দাবি আদায়ে শিক্ষার্থীরা রাজপথে নেমে এলেও সমস্যা সমাধানে শিক্ষানবিশ আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের আনুকূল্য পাচ্ছেন না বলে অভিযোগ করেন তারা।

বাংলাদেশ বার কাউন্সিলের নিয়ম অনুসারে, দেশে আইনজীবী হতে হলে আইনের শিক্ষার্থীদের এমসিকিউ, লিখিত ও ভাইভায় উত্তীর্ণ হতে হয়। পরীক্ষার্থীরা কোনও একটি ধাপে প্রথমবার উত্তীর্ণ হলে তাদের মোট দুবার পরবর্তী ধাপের পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়। সে অনুসারে ২০১৭ সালের ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্যে থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয় ও শেষবারের মতো বাদ পড়া তিন হাজার ৫৯০ শিক্ষার্থী এবং ২০২০ সালে প্রায় ৭০ হাজার শিক্ষানবিশ আইনজীবীর মধ্যে এমসিকিউ উত্তীর্ণ আট হাজার ৭৬৪ শিক্ষার্থীসহ মোট ১২ হাজার ৮৫৮ জন সনদ প্রত্যাশী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

আইন বিষয়ে পড়ার জন্য তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও ভর্তি হননি শিক্ষানবিশ আইনজীবী মো. সিফাত। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আইন বিষয়ে পড়ার সুযোগ না পেয়ে পাবলিক ছেড়ে প্রাইভেটে পড়েছি। ২০১৫ সালে রাষ্ট্রপতি কর্তৃক ডিগ্রি অর্জন করে আজও শিক্ষানবিশ রয়ে গেছি। গত পাঁচ বছরে মাত্র একটি পূর্ণাঙ্গ পরীক্ষা নিয়েছে বার। এ সময়ে বাবাকে হারিয়েছি, অসহায় মায়ের জন্যও কিছু করতে পারছি না। এদিকে আইনজীবী হওয়ার আশায় কোনও সরকারি চাকরিরও চেষ্টা করিনি। এ বছর সরকারি চাকরির বয়সও শেষ হচ্ছে।’

শিক্ষানবিশ আইনজীবী তৌহিদ আহমেদের কথাগুলো আরও কষ্টের। তিনি জানান, বাবা টানা ২০ বছর চেয়ারম্যান থাকা অবস্থায় স্বপ্ন দেখেছিলেন আইনজীবী হবো। প্রায়ই তিনি বারের পরীক্ষার খোঁজ নিতেন। এভাবে দীর্ঘদিন অপেক্ষার পর গত ২৮ ফেব্রুয়ারি এমসিকিউ পরীক্ষা হলো। উত্তীর্ণ হলাম। কিন্তু এরপরই ধেয়ে এলো করোনা। করোনার মাঝেও বাবা লিখিত পরীক্ষার খোঁজ নিতেন। বাবাকে বিভিন্ন কথা বলে আশায় রেখেছিলাম। কিন্তু সেই বাবা আর আমার কাছে জানতে চান না, “তোদের লিখিত পরীক্ষা কবে?” সন্তানের আইনজীবী হওয়ার স্বপ্ন অপূর্ণ রেখেই তিনি করোনায় আক্রান্ত হয়ে গত ১০ জুন মারা যান। সবমিলিয়ে পরীক্ষা দেওয়ার মানসিকতা হারিয়ে ফেলেছি। তাই অন্তত ভাইভার মাধ্যমে আমাদের মেধা যাচাই করতে বার কাউন্সিলের কাছে জোর দাবি জানাচ্ছি।’

আইনজীবী পেশা সারাবিশ্বে একটি সম্মানজনক ও স্বাধীন পেশা হিসেবে সমাদৃত। অথচ সেই আইন বিষয়ে পড়াকে সৌভাগ্য না ভেবে অভিশাপ মনে করছেন শিক্ষানবিশ আইনজীবী শুভদীপ। তিনি বলেন, ‘মধ্যবিত্ত পরিবার থেকে আইন বিষয়ে পড়াশোনা করে এখন নিজেকে অসহায় মনে হচ্ছে। না আছে কোনও পরিচয়, না আছে পরিবারের প্রতি কোনও অবদান। মধ্যবিত্ত পরিবার থেকে আইন পড়া অভিশাপ। সত্যি বলতে, অসহায়দের নিয়ে ভাবার কেউই নেই। এই অসহায়ত্ব আমি আর আমার পরিবার ছাড়া কেউ বুঝবে না।’

এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষানবিশ আইনজীবীদের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। তিনি বারের সদস্যদের শিক্ষানবিশদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন।’

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালে শিক্ষানবিশদের এ সংকটে উপযুক্ত পদক্ষেপ নিতে আইনমন্ত্রীর মাধ্যমে বারের নেতৃবৃন্দকে বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। মূলত বার কাউন্সিলের আইনজীবীদের প্রতি সম্মানপূর্বক প্রধানমন্ত্রী যাবতীয় পদক্ষেপ গ্রহণের দায়িত্ব বার নেতৃবৃন্দের ওপর অর্পণ করেছেন বলেও সূত্রটি জানায়।

এদিকে বার কাউন্সিলের কয়েকটি সূত্র থেকে জানা গেছে, আগামী সপ্তাহের যেকোনও একটি কার্যদিবসে এনরোলমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে সভায় করোনা বিবেচনায় শুধু ভাইভা নয়, বরং শিক্ষার্থীদের নিজ নিজ বারে সংক্ষিপ্ত মার্কে লিখিত পরীক্ষা নেওয়ার প্রসঙ্গে আলোচনা হতে পারে। এরপর যথানিয়মে হবে ভাইভা। আবার লিখিত মওকুফ হবে কিনা সে বিষয়টিও নির্ভর করছে কমিটির ওই সভার সিদ্ধান্তের ওপর। একই সঙ্গে লিখিত কিংবা ভাইভা, যে পরীক্ষাই হোক না কেন সে বিষয়টি দ্রুত নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও জানা গেছে।

শিক্ষানবিশ মিঠুন রায় বলেন, ‘দীর্ঘদিন ধরে চলে আসা বারের অনিয়মে আমার মতো অনেকেরই স্বপ্ন ভেঙে গেছে। বার কখনোই এর দায় এড়াতে পারে না। অথচ যারা অ্যাডভোকেট হয়ে ন্যায়বিচারের পক্ষে লড়বেন, তারাই আজ ন্যায়বিচার বঞ্চিত। তাই করোনার মাঝে পরীক্ষা না নিতে পারলে বারের কাছে অটো বা ভাইভার মাধ্যমে পরীক্ষা সমাপ্ত করার অনুরোধ জানাই।’

শিক্ষানবিশ আইনজীবী আব্দুল হালিম বলেন, ‘স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মানে, আপনি আপনার খেয়াল-খুশি মোতাবেক যা ইচ্ছা তাই করতে পারেন না। করোনার মাঝে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থা থেকে সংশ্লিষ্টদের বিনাসুদে ঋনসহ করোনায় নিরাপত্তা উপকরণ দেওয়া হয়েছে। পথের ভিক্ষুকরাও করোনার দান থেকে বাদ যায়নি। অথচ শুধু শিক্ষানবিশ আইনজীবী হওয়ায় আমরা বার থেকে সব সুবিধা বঞ্চিত হয়ে রইলাম।’

চট্টগ্রাম বারের শিক্ষানবিশ আইনজীবী মাহমুদুল হাসান বলেন, ‘বার কাউন্সিলের পরীক্ষা নামক বেড়াজালে আটকে আছেন হাজার হাজার মেধাবী শিক্ষানবিশ আইনজীবী। তাই এই মুহূর্তে দরকার, বার কাউন্সিলের সংস্কার। নয়তো, আইনাঙ্গন হারাবে তরুণ ও মেধাবী আইনজীবীদের। এর ফলে তাদেরও (বার কাউন্সিল) বাধ্য হয়ে অপেক্ষাকৃত কম মেধাবীদের দিয়েই বিচার বিভাগ সাজাতে হবে।’

সূত্র জানায়, দীর্ঘ বিরতি দিয়ে পরীক্ষা হওয়ার কারণে বিভিন্ন দাবিতে শিক্ষানবিশ আইনজীবীরা ১২০ দিনের অধিক সময় ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন করছেন। শিক্ষার্থীদের সেসব দাবির প্রতি বার কাউন্সিলের নির্বাচিত ১৪ সদস্যের কয়েকজন সরাসরি ভাইভা নেওয়ার পক্ষে মত দিলেও অধিকাংশই লিখিত পরীক্ষার পর ভাইভার পক্ষে নিজেদের অবস্থান ধরে রেখেছেন। তবে করোনার মধ্যে এনরোলমেন্ট কমিটি শুধু ভাইভার সিদ্ধান্ত নিলে সেখানে হস্তক্ষেপের সুযোগ নেই বলেও জানা গেছে।  

শিক্ষানবিশ আইনজীবী মো. রায়হান বলেন, ‘প্রায় ১৩ হাজার শিক্ষানবিশ ১২০ দিনের অধিক সময় ধরে রাজপথে আন্দোলনরত আছেন। এটা জাতির জন্য লজ্জার। বার কাউন্সিলের নিয়ম অনুসারে বছরে দুটো পরীক্ষা নিলে তিন বছরে ছয়টা পরীক্ষায় কমপক্ষে ২০ হাজার আইনজীবী তালিকাভুক্ত হতেন। কিংবা আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রতি ক্যালেন্ডার ইয়ারে পরীক্ষা নিলেও তিন বছরে প্রায় ২০ হাজার আইনজীবী তালিকাভুক্ত হতে পারতেন।’

শিক্ষানবিশদের দুরবস্থার বিষয়গুলো নজরে আনার পর অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা খুব শিগগিরই এনরোলমেন্ট কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা করবো।’

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলীয় প্রভাব বিস্তারের অভিযোগে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন
দলীয় প্রভাব বিস্তারের অভিযোগে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন
রাশিয়া-চীন বাণিজ্য নিয়ে পুতিন-শির বৈঠক
রাশিয়া-চীন বাণিজ্য নিয়ে পুতিন-শির বৈঠক
বেনাপোলে পাঁচ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
বেনাপোলে পাঁচ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!