X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আসিয়ানভুক্ত দেশে বাণিজ্য বাড়াতে জোরালো নীতি চান ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২০, ২২:১৩আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২৩:০৬

আসিয়ানভুক্ত দেশে বাণিজ্য বাড়াতে জোরালো নীতি চান ব্যবসায়ীরা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর (আসিয়ান) সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ বাড়ানোর জন্য কার্কর ও জোরালো বাণিজ্যিক নীতি চাইছেন ব্যবসায়ীরা। এর জন্য বাণিজ্য বৃদ্ধিসহায়ক নীতি তৈরি করা ও মুক্ত বাণিজ্য চুক্তি করার ওপরে জোর দিয়েছেন তারা।

রবিবার (২২ নভেম্বর) আসিয়ানভুক্ত দেশগুলোতে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের   সঙ্গে এক  ওয়েবিনারে এ দাবি তুলেছেন ব্যবসায়ীরা।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে বিজিএমএইএ সভাপতি রুবানা হক বলেন, ‘২০৩০ নাগাদ আসিয়ান জোট পৃথিবীর চতুর্থ অর্থনীতি হবে এবং এই বাজারে প্রবেশের জন্য রুলস অব অরিজিন সুবিধা রেখে মুক্ত বাণিজ্য আলোচনা শুরু করা উচিত।’

এমসিসিআই’র সভাপতি নাহিদা কবির সমাপনী বক্তব্যে কার্যকর বাণিজ্য নীতির ওপর জোর দিয়ে বলেন, ‘বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশগুলো কীভাবে বাণিজ্য পরিচালনা করছে, সেটি পর্যালোচনা করা দরকার।’

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘সরকারের ছয় হাজার কোটি ডলার রফতানি লক্ষ্য অর্জন করতে হলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে নজর দিতে হবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাশফি বিনতে শামস পরামর্শ দেন যে, ওই জোটের দেশগুলোতে বড় বড় বাণিজ্যিক অ্যাসোসিয়েশন ও চেম্বারের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব করা যেতে পারে, যাতে করে বিভিন্ন মেলার আয়োজন করা যায়।

 

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!