X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সাইকেলের লেনে পুলিশ বক্স!

শাহরিয়ার হাসান
২৩ ডিসেম্বর ২০২০, ২১:২০আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ০০:০১

সাইকেলের লেনে পুলিশ বক্স! বড় রাস্তার পাশে সাইকেল চালানোর জন্য একসময় লেন ছিল। অপরিকল্পিত নগরায়ণে মূল রাস্তা থেকে হারিয়ে যায় সেই লেন। সম্প্রতি রাজধানীর খামারবাড়ি থেকে আসাদগেট পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ সড়কের উভয় পাশে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে সাইকেল লেন করা হয়। তবে এই সড়কটি ট্রাফিকের দুই জোনের আওতায় পড়ায় সাইকেল লেনটি অভিভাবকহীন হয়ে পড়েছে। এর ফলে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে লেনের ওপর দিয়ে চলছে না দ্বিচক্রযান।

সরেজমিন সাইকেলের লেনে দেখা যায় সরকারি গাড়ি থামানো, রাস্তায় বিকল হয়ে পড়া গাড়ি, ট্রাফিকের আটক করা গাড়ির পার্কিংসহ ফুটপাতের দোকান। এমনকি মাঝ লেন বরাবর খোদ ট্রাফিক পুলিশ বক্সও বসানো হয়েছে। যার ফলে লেন ধরে আর সাইকেল চলানো যাচ্ছে না।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ও বুধবার (২২ ডিসেম্বর) সরেজমিন এই চিত্র দেখা যায়। মানিক মিয়া অ্যাভিনিউয়ের বিটিসিএল টেলিফোন রাজস্ব ভবন, পাট গবেষণা ইনস্টিটিউট, সেচ ভবনের সামনে সাইকেল লেনের ওপরে সরকারি গাড়ি পার্কিং করা দেখা যায়। আরও দেখা যায় লেনের জায়গায় বসানো ছোট ছোট চায়ের দোকান, ট্রাফিক পুলিশের আটক করা গণপরিবহনের লম্বা সারি।

সাইকেলের লেনে পুলিশ বক্স! সেচ ভবনের সামনে সাইকেল লেনের ওপর পার্কিং করার বিষয়ে জিজ্ঞাসা করলে অটোরিকশার চালক মালেক বলেন, ‘এই রোড দিয়ে নিয়মিত যাতায়াত করি। এই অফিসের এক স্যারকে প্রতিদিন নিয়ে আসি। এটা যে সাইকেল লেন কোনও দিন শুনিনি। শুধু আমি না, এই অফিসের অনেক গাড়িই তো এই রাস্তায় থাকে। আমি গরিব মানুষ দেখে আমাকে আপনার চোখে পড়েছে।’

পুলিশ বক্সের বিষয়ে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্য বলেন, ‘এটা স্যাররা বলতে পারবেন। তবে আমাদের বক্সে সাইকেল লেনের দাগ নেই। এটুকু বাদে সাইকেল লেন।’

টং দোকানদার মতিন বলেন, ‘রিকশা আসলে পুলিশ তাড়িয়ে দিলেও গাড়ি এসে থামলে কিছু বলে না। তবে সাইকেল মূল রাস্তা দিয়েই চলে যায়। লেনে ওঠে না।’

এদিকে আসাদগেট থেকে সংসদ ভবন হয়ে খামারবাড়ি মোড় পর্যন্ত সাইকেল লেনটি অনেকাংশেই ছিল পার্কিংমুক্ত। চলমান কিছু রিকশা দাঁড়িয়ে থাকা ছাড়া তেমন অব্যবস্থাপনা দেখা যায়নি।

চালু হওয়ার কয়েকদিনের মধ্যেই হারিয়ে যেতে বসা সাইকেল লেন নিয়ে তেমন মাথাব্যথা নেই সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশের। ট্র্যাফিক পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ডিএমপির ট্রাফিক পুলিশের তেজগাঁও বিভাগের আওতায় পড়েছে এই মানিক মিয়া সংসদ ভবন এলাকা। এই সাইকেল লেনের সড়কটি অর্ধেক অর্থাৎ খামারবাড়ি থেকে পাট গবেষণা ইনস্টিটিউট পর্যন্ত পড়েছে ট্রাফিক তেজগাঁও জোনের এলাকায়। আবার সেখান থেকে ধানমন্ডি-২৭ মোড় থেকে আড়ং পর্যন্ত পড়েছে মোহাম্মাদপুর জোন ট্রাফিক এলাকায়। এজন্যই এই অবহেলা কিনা? সেই বিষয়টি অস্বীকার করেছেন তারা।

জানতে চাইলে তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক কাজী মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাইকেল লেনের খামার বাড়ি থেকে সামনের একটু অংশটি মূলত আমার এলাকায় পড়েছে। শুনেছি এখানে অবৈধ পার্কিং রাখা হচ্ছে। দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেবো এবং তাদের সেখান থেকে উঠিয়ে দেবো। তবে আমার অংশের বাইরে ওই অংশটা মোহাম্মদপুর জোনের আওতায় পড়েছে। সে বিষয়ে তারা ব্যবস্থা নিবেন।’

মোহাম্মদপুর জোনের ট্রাফিক সহকারী পুলিশ কমিশনার কে এম শহীদুল ইসলাম সোহাগ বলেন, ‘ধানমন্ডি-২৭-এ আড়ংয়ের সামনে থেকে পাট গবেষণা ইনস্টিটিউটের কাছাকাছি মোহাম্মদপুর জোনের মধ্যে পড়েছে। সচরাচর এটুকু সাইকেল লেন সবসময় ক্লিয়ার থাকে। তবে তেজগাঁও জোন এলাকায় অব্যবস্থাপনা থাকতে পারে। বিষয়টি তেজগাঁও জোন এসি ট্রাফিককে জানিয়ে দেবো।’

তবে লেনের ভেতরে যে ট্রাফিক পুলিশ বক্স, সেই বিষয়ে পুলিশের এই দুই কর্মকর্তার একজনও কোনও মন্তব্য করেননি।

/এসএইচ/এনএস/এমওএফ/
সম্পর্কিত
কাওরানবাজারে লা ভিঞ্চি হোটেলের জেনারেটর রুমে আগুন
ধোলাইখালে মিউচুয়াল ট্র্যাস্ট ব্যাংকের শাখায় আগুন
গতিশীল শিক্ষা প্রতিষ্ঠান জাদুঘরে ‘শিক্ষার্থী’ কোথায়?
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী
বাংলাদেশ ও রুনা লায়লাকে নিয়ে যা বললেন নাসিরুদ্দিন শাহ
কান উৎসব ২০২৪বাংলাদেশ ও রুনা লায়লাকে নিয়ে যা বললেন নাসিরুদ্দিন শাহ
টিআরপি নির্ধারণ শুরু হবে কবে?
টিআরপি নির্ধারণ শুরু হবে কবে?
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির