X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় অনিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত ফেরানোর চেষ্টা

শেখ শাহরিয়ার জামান
০২ অক্টোবর ২০২১, ২০:২১আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২০:২২

মালয়েশিয়ার ডিপোর্টেশন সেন্টারে অবস্থানরত সহস্রাধিক বাংলাদেশিকে দ্রুত দেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে বাংলাদেশ দূতাবাস। কোভিড পরিস্থিতিতে ফ্লাইটের স্বল্পতার কারণে গত কয়েক মাসে অত্যন্ত অল্প সংখ্যক বাংলাদেশিকে সেন্টার থেকে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। বর্তমানে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হওয়ায় ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত মো.  গোলাম সারওয়ার বলেন, ‘কোভিড পরিস্থিতির উন্নতির কারণে ফ্লাইটের সংখ্যা বাড়ছে। ফলে বাংলাদেশিদের ফেরত পাঠানো আগের থেকে কিছুটা সহজ হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা এখানে দুটি কাজ করছি। প্রথমত, ফেরত পাঠানোর বিষয়টি দেখাশোনা করছি। দ্বিতীয়ত ওই সেন্টারে যাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়ায় থেকে যাওয়ার সুযোগ করে দেওয়া সম্ভব তাদের সহায়তা করছি।’

নিয়মিত অভিযান
কোভিড পরিস্থিতির কারণে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন অঞ্চলে বিশেষত অভিবাসী অধ্যুষিত অঞ্চলে নিয়মিত অভিযান চালাচ্ছে। যেসব জায়গায় কোভিড নিয়ম কানুন মানা হয় না সেখান থেকে অনেককে ধরা হয়ে থাকে। অনেক সময়ে অনিবন্ধিত অভিবাসীরাও ধরা পড়ে। এ ধরনের একটি নিয়মিত অভিযানে বৃহস্পতিবার রাতে প্রায় ৯৫ জন বাংলাদেশি ধরা পড়েছে।

এ বিষয়ে রাষ্ট্রদূত বলেন, ‘এটি নিয়মিত অভিযানের অংশ। কোভিডের কথা বলে তারা এই অভিযান পরিচালনা করে।’

ওই বাংলাদেশিদের কি হবে জানতে চাইলে তিনি বলেন, ‘অভিজ্ঞতা থেকে বলা যায় এরমধ্যে একটি ভালো অংশের প্রয়োজনীয় কাগজপত্র আছে এবং তাদের যাচাই বাছাই করে ছেড়ে দেওয়া হয়েছে।’

এছাড়া যারা অনিবন্ধিত অর্থাৎ ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা প্রয়োজনীয় কাগজ নেই তাদেরকে ডিপোর্টেশন সেন্টারে ফেরত যাওয়ার জন্য পাঠানো হয়ে থাকে বলে জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, ‘অনিবন্ধিতদের একটি অংশ মালয়েশিয়া সরকারের রিক্যালিব্রেশন প্রোগ্রামের আওতায় নিবন্ধনের জন্য আবেদন করেছে। প্রোগ্রামটি ডিসেম্বর পর্যন্ত চলমান থাকায় তাদের ফেরত যাওয়ার সম্ভাবনা নেই।’

দূতাবাস ইমিগ্রেশন অফিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে জানিয়ে তিনি বলেন, ‘বৈধ কাগজপত্রধারীদের নিয়মিত অভিযানে ভয় পাওয়ার কিছু নেই।’

/এমআর/
সম্পর্কিত
প্রবাসীদের সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
সর্বশেষ খবর
সমবায়ভিত্তিক কৃষি ব্যবস্থায় যার জমি তারই থাকবে
সমবায়ভিত্তিক কৃষি ব্যবস্থায় যার জমি তারই থাকবে
শাহজাদপুরে ট্রাকের ধাক্কার রিকশাচালক নিহত
শাহজাদপুরে ট্রাকের ধাক্কার রিকশাচালক নিহত
অতিরিক্ত ঘামের কারণ হতে পারে এই ৪ খাবার
অতিরিক্ত ঘামের কারণ হতে পারে এই ৪ খাবার
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতা সহজ হবে না: শান্ত
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতা সহজ হবে না: শান্ত
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল