X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কোরআন তিলাওয়াতের উত্তম সময়

বেলায়েত হুসাইন 
২৮ অক্টোবর ২০২২, ১৮:৩৬আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৮:৩৬

নামাজ, রোজা, হজ ও জাকাত ইত্যাদি আমলগুলো ফরজ। প্রতিটি সামর্থবান মুসলিমের জন্য যথার্থ নিয়মানুযায়ী এই এবাদতগুলো করা আবশ্যক। এর বাইরে একজন মুমিনের কাছে সবচেয়ে উত্তম ইবাদত হলো- পবিত্র কোরআনে কারিম তিলাওয়াত। কোরআন-সুন্নাহে কোরআন তিলাওয়াতের অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে। 

হাদিস শরিফে রাসুল (সা.) বলেছেন, ‘কোরআন তিলাওয়াত সর্বোত্তম ইবাদত।’ (বুখারি শরিফ) অন্য হাদিসে কোরআন শিক্ষার্থী ও শিক্ষককে শ্রেষ্ঠ মানুষ আখ্যা দেওয়া হয়েছে। রাসুল (সা.) বলেন, ‘তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে তা শেখায়।’ (বুখারি শরিফ, হাদিস : ৫০২৭)

প্রকৃতপক্ষে কোরআন তিলাওয়াতের নির্দিষ্ট কোনও সময় নেই; দিনে-রাতে, নামাজের আগে-পরে যেকোনও সময়ই কোরআন তিলাওয়াত করা যায়। কিন্তু এরপরও এমন কিছু মুহূর্ত আছে যখন পবিত্র কোরআনের তিলাওয়াত তুলনামূলক বেশি ফজিলতের এবং আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। 

কোরআন তিলাওয়াতের এমনই গুরুত্বপূর্ণ তিনটি সময় তুলে ধরা হলো-

এক. আল্লামা ইবনে সালাহ, সাইয়েদ কুতুব ও আরেও বেশ কিছু সংখ্যক মুফাসসিরের মতে- ফজরের সময় পবিত্র কোরআন তিলাওয়াতের উত্তম মুহূর্ত। তারা দলিল হিসেবে কোরআনের এই আয়াত পেশ করেছেন, ‘সূর্য পশ্চিমে ঢলে পড়ার সময় থেকে রাত্রির গাঢ় অন্ধকার পর্যন্ত নামাজ ও ফজরের কুরআন পাঠ প্রতিষ্ঠা করো। নিশ্চয়ই ফজরের কুরআন পাঠ (ফেরেশতাগণের) সরাসরি সাক্ষ্য হয়।’ সুরা ইসরা, আয়াত: ৭৮) 

দুই. আর ইমাম নববী (রহ.)-সহ অনেক আলেমের অভিমত হলো, ‘কোরআন তিলাওয়াতের উত্তম মুহূর্ত হচ্ছে- রাত। কেননা, আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন, ‘...আহলে কিতাবের মধ্যে একদল ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত রয়েছে। তারা রাতের বেলায় আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করে এবং তারা সিজদা করে।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১১৩) 

তিন. এছাড়াও অনেক আলেম মনে করেন, মানুষের মন যখন প্রশান্ত ও বাইরের যেকোনও ঝামেলা থেকে মুক্ত থাকে, তখনই পবিত্র কোরআন তিলাওয়াতের শ্রেষ্ঠ সময়। সেটা দিন-রাত যেকোনও সময়েই হতে পারে। আর তারা মনে করেন, রাতেই মানুষের মন বেশি স্থির থাকে, এজন্য নিয়মিত কোরআন তিলাওয়াতের জন্য রাতই বেশি উপযুক্ত। তাদের দলিল হলো– পবিত্র কোরআনের এই আয়াত, ‘বাস্তবিকই রাতে বিছানা ছেড়ে ওঠা আত্মসংযমের জন্য বেশি কার্যকর এবং (কুরআন) স্পষ্ট উচ্চারণের অনুকূল।’ (সুরা মুজাম্মিল, আয়াত : ৬)

উপরের আয়াতগুলো ও মনীষীদের অভিমতের সমন্বয়ে এটাই বোঝা যায় যে– আসলে যেকোনও সময়ই কোরআন তিলাওয়াত করা যায়। তবে উল্লেখিত সময় অর্থাৎ ভোরে ও রাতের তিলাওয়াতে আলাদা একটা অনুভূতি থাকে এবং এ দু’টি সময়ে তিলাওয়াতের প্রতি উদ্বুদ্ধও করা হয়েছে। এজন্য আমাদের উচিৎ দিনের শুরুতে এবং রাতে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা।

তথ্যসূত্র : আলমাওদু ইত্যাদি।

/ইউএস/
সম্পর্কিত
ওয়াশরুমে প্রশ্নের সমাধান বিক্রির অভিযোগ, ছাত্রলীগ নেতা বলছেন ‘ভিত্তিহীন’
ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের কি জাকাত দেওয়া যাবে?
‘সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না’
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়