X
বুধবার, ২২ মার্চ ২০২৩
৮ চৈত্র ১৪২৯

কোরআন তিলাওয়াতের উত্তম সময়

বেলায়েত হুসাইন 
২৮ অক্টোবর ২০২২, ১৮:৩৬আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৮:৩৬

নামাজ, রোজা, হজ ও জাকাত ইত্যাদি আমলগুলো ফরজ। প্রতিটি সামর্থবান মুসলিমের জন্য যথার্থ নিয়মানুযায়ী এই এবাদতগুলো করা আবশ্যক। এর বাইরে একজন মুমিনের কাছে সবচেয়ে উত্তম ইবাদত হলো- পবিত্র কোরআনে কারিম তিলাওয়াত। কোরআন-সুন্নাহে কোরআন তিলাওয়াতের অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে। 

হাদিস শরিফে রাসুল (সা.) বলেছেন, ‘কোরআন তিলাওয়াত সর্বোত্তম ইবাদত।’ (বুখারি শরিফ) অন্য হাদিসে কোরআন শিক্ষার্থী ও শিক্ষককে শ্রেষ্ঠ মানুষ আখ্যা দেওয়া হয়েছে। রাসুল (সা.) বলেন, ‘তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে তা শেখায়।’ (বুখারি শরিফ, হাদিস : ৫০২৭)

প্রকৃতপক্ষে কোরআন তিলাওয়াতের নির্দিষ্ট কোনও সময় নেই; দিনে-রাতে, নামাজের আগে-পরে যেকোনও সময়ই কোরআন তিলাওয়াত করা যায়। কিন্তু এরপরও এমন কিছু মুহূর্ত আছে যখন পবিত্র কোরআনের তিলাওয়াত তুলনামূলক বেশি ফজিলতের এবং আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। 

কোরআন তিলাওয়াতের এমনই গুরুত্বপূর্ণ তিনটি সময় তুলে ধরা হলো-

এক. আল্লামা ইবনে সালাহ, সাইয়েদ কুতুব ও আরেও বেশ কিছু সংখ্যক মুফাসসিরের মতে- ফজরের সময় পবিত্র কোরআন তিলাওয়াতের উত্তম মুহূর্ত। তারা দলিল হিসেবে কোরআনের এই আয়াত পেশ করেছেন, ‘সূর্য পশ্চিমে ঢলে পড়ার সময় থেকে রাত্রির গাঢ় অন্ধকার পর্যন্ত নামাজ ও ফজরের কুরআন পাঠ প্রতিষ্ঠা করো। নিশ্চয়ই ফজরের কুরআন পাঠ (ফেরেশতাগণের) সরাসরি সাক্ষ্য হয়।’ সুরা ইসরা, আয়াত: ৭৮) 

দুই. আর ইমাম নববী (রহ.)-সহ অনেক আলেমের অভিমত হলো, ‘কোরআন তিলাওয়াতের উত্তম মুহূর্ত হচ্ছে- রাত। কেননা, আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন, ‘...আহলে কিতাবের মধ্যে একদল ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত রয়েছে। তারা রাতের বেলায় আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করে এবং তারা সিজদা করে।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১১৩) 

তিন. এছাড়াও অনেক আলেম মনে করেন, মানুষের মন যখন প্রশান্ত ও বাইরের যেকোনও ঝামেলা থেকে মুক্ত থাকে, তখনই পবিত্র কোরআন তিলাওয়াতের শ্রেষ্ঠ সময়। সেটা দিন-রাত যেকোনও সময়েই হতে পারে। আর তারা মনে করেন, রাতেই মানুষের মন বেশি স্থির থাকে, এজন্য নিয়মিত কোরআন তিলাওয়াতের জন্য রাতই বেশি উপযুক্ত। তাদের দলিল হলো– পবিত্র কোরআনের এই আয়াত, ‘বাস্তবিকই রাতে বিছানা ছেড়ে ওঠা আত্মসংযমের জন্য বেশি কার্যকর এবং (কুরআন) স্পষ্ট উচ্চারণের অনুকূল।’ (সুরা মুজাম্মিল, আয়াত : ৬)

উপরের আয়াতগুলো ও মনীষীদের অভিমতের সমন্বয়ে এটাই বোঝা যায় যে– আসলে যেকোনও সময়ই কোরআন তিলাওয়াত করা যায়। তবে উল্লেখিত সময় অর্থাৎ ভোরে ও রাতের তিলাওয়াতে আলাদা একটা অনুভূতি থাকে এবং এ দু’টি সময়ে তিলাওয়াতের প্রতি উদ্বুদ্ধও করা হয়েছে। এজন্য আমাদের উচিৎ দিনের শুরুতে এবং রাতে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা।

তথ্যসূত্র : আলমাওদু ইত্যাদি।

/ইউএস/
সর্বশেষ খবর
বাংলাদেশে যক্ষ্মা নির্মূলে সর্বস্তরের অংশগ্রহণ জরুরি
বাংলাদেশে যক্ষ্মা নির্মূলে সর্বস্তরের অংশগ্রহণ জরুরি
সড়কে তীব্র যানজট, ট্রেন চলাচল বন্ধ
মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষসড়কে তীব্র যানজট, ট্রেন চলাচল বন্ধ
হালিমের মসলা বানিয়ে ফেলুন ঘরেই
হালিমের মসলা বানিয়ে ফেলুন ঘরেই
সুষম সার ব্যবহারে সাশ্রয় হবে ২০ হাজার কোটি টাকা
সুষম সার ব্যবহারে সাশ্রয় হবে ২০ হাজার কোটি টাকা
সর্বাধিক পঠিত
শাকিবের লাল গাড়ি উপহার, বুবলী-বীরের উচ্ছ্বাস
শাকিবের লাল গাড়ি উপহার, বুবলী-বীরের উচ্ছ্বাস
অভিভাবককে পা ধরতে বাধ্য করার অভিযোগ, বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা
অভিভাবককে পা ধরতে বাধ্য করার অভিযোগ, বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা
অনলাইনে বিক্রি হচ্ছে জাল নোট, মিলছে হোম ডেলিভারিও
অনলাইনে বিক্রি হচ্ছে জাল নোট, মিলছে হোম ডেলিভারিও
বিয়েতেও প্রতারণা করেছিলেন আরাভ, খোঁজ নেই প্রথম স্ত্রীর
বিয়েতেও প্রতারণা করেছিলেন আরাভ, খোঁজ নেই প্রথম স্ত্রীর
টাকা কমলো, সময় বাড়লো হজ নিবন্ধনের
টাকা কমলো, সময় বাড়লো হজ নিবন্ধনের