X
বুধবার, ১৪ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

‘নেতা’ বাড়বে আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৬, ১৯:৫১আপডেট : ০৪ মে ২০১৬, ২০:০২


‘নেতা’ বাড়বে আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নেতার সংখ্যা বাড়বে। বুধবার দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গঠনতন্ত্র উপ পরিষদ আহ্বায়ক ও দলের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক এ কথা জানান।
সম্মেলন উপলক্ষে গঠিত গঠনতন্ত্র উপ পরিষদের বৈঠক শেষে রাজ্জাক বলেন, ৭৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা বাড়তে পারে। আমাদের বেশ কয়েকটা বিভাগ হয়েছে, যেহেতু দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বিভাগে একজন করে সাংগঠনিক সম্পাদক সেক্ষেত্রে এটা বাড়াতে হতে পারে। যুগ্ম-সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্য বাড়ানো হতে পারে।

ড. আব্দুর রাজ্জাক তাছাড়া, আসন্ন ২০তম জাতীয় সম্মেলনে দলীয় গঠনতন্ত্র পরিবর্তন করতে তৃণমূল নেতাকর্মীদের মতামত নেবে দলটি। উপ পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত একাধিক কেন্দ্রীয় নেতা।
এ প্রসঙ্গে গঠনতন্ত্র উপ পরিষদ আহ্বায়ক বলেন, বিশ্বের প্রাচীন গণতান্ত্রিক রাজনৈতিক দল লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি, ভারতের প্রাচীন দল কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেসসহ কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর রাজনৈতিক দলের গঠনতন্ত্র আমরা সংগ্রহ করেছি। এগুলো দেখে আমাদের গঠনতন্ত্র সংশোধনের জন্য মতামত উপস্থাপন করবো। সব মিলিয়ে দলীয় গঠনতন্ত্রকে যুগোপযোগী করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।
আব্দুর রাজ্জাক বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ১৫ জুনের মধ্যে গঠনতন্ত্র সংক্রান্ত রিপোর্ট চূড়ান্ত করবো। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সাড়ে ৭ বছরের অনেক অর্জন রয়েছে। আগামী সম্মেলনে এই অর্জনের ধারাবাহিকতা রক্ষা ও ভবিষ্যতের পথচলা নির্ধারণ করবেন কাউন্সিলরা।
আরও পড়তে পারেন: রিজার্ভ চুরি তদন্তে ইন্টারপোলের ছয় সদস্য ঢাকায়

উপ পরিষদ আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- উপ পরিষদ সদস্য সচিব আফজাল হোসেন, সদস্য মাহবুব উল আলম হানিফ, ফারুক খান, আবদুর রহমান, মেজবাহ উদ্দিন সিরাজ, খালিদ মাহমুদ চৌধুরী, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিনসহ প্রমুখ নেতারা।

/পিএইচসি/এমও/

সম্পর্কিত
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত
আটক আ.লীগ নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ছাত্রদল নেতাকর্মীর
আইভীকে গ্রেফতার করে নেওয়ার পথে গাড়িবহরে হামলা, সাংবাদিকসহ ২৫২ জনের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
২৭ সাংবাদিকসহ ৮০ জনের বিরুদ্ধে মামলার আবেদন জাতীয়তাবাদী আইনজীবীর
২৭ সাংবাদিকসহ ৮০ জনের বিরুদ্ধে মামলার আবেদন জাতীয়তাবাদী আইনজীবীর
পরিবেশবান্ধব কারখানায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল
পরিবেশবান্ধব কারখানায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসিও ট্রেজারারকে অব্যাহতি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসিও ট্রেজারারকে অব্যাহতি
৬০০ বিলিয়ন ডলারের সৌদি বিনিয়োগ নিশ্চিত করলেন ট্রাম্প
৬০০ বিলিয়ন ডলারের সৌদি বিনিয়োগ নিশ্চিত করলেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার