X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ইসি গঠনে আইন করার দাবি এরশাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৬, ১৩:১৬আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১৩:১৬

এইচ এম এরশাদ বাংলাদেশ নির্বাচন কমিশন গঠনে আইন করার দাবি জানিয়েছেন সংসদে বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার ও কমিশন নিয়োগ সংক্রান্ত একটি আইনি কাঠামো প্রণয়ন করতে হবে। নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন রাখার বিধান রাখতে হবে।’

শনিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রস্তাব করেন তিনি। এসময় তিনি ইসি গঠনে ৫টি প্রস্তাব করেন।

প্রসঙ্গত, গত সপ্তাহে বিএনপি ইসি গঠনে প্রস্তাব দিলেও আইন করার বিষয়টি এড়িয়ে যায়। এর আগে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের সঙ্গে বৈঠকে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ইসি গঠনে শক্তিশালী আইন করার দাবি জানান। গতকাল একটি সভায় সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী জানান, ‘শক্তিশালী ইসির চেয়ে নিরপেক্ষ সরকার অনেক কার্যকর।’

উল্লেখ্য, সংবিধানেও ইসি গঠনে আইন করার বিষয়ে স্পষ্ট নির্দেশনা আছে। যদিও কোনও সরকারই এ নিয়ে আইন করার উদ্যোগ গ্রহণ করেনি।

প্রস্তাবে এরশাদ বলেন, ‘নির্বাচন কমিশনের জন্য আলাদা সচিবালয় থাকতে হবে। বর্তমান সংসদেই এ আইন পাস করতে হবে।’ উল্লেখ্য, এ বিষয়টি বিএনপির প্রস্তাবে ছিল। ইসি জন্য পৃথক সচিবালয় করার প্রস্তাব দেন খালেদা জিয়া।

নির্বাচন কমিশনারদের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে এরশাদের প্রস্তাবনায় বলা হয়,  ‘নিরপেক্ষতা, ব্যক্তিগত একাগ্রতা ও সততা, ন্যূনতম ও সর্বোচ্চ বয়স, পেশাগত যোগ্যতা, নির্বাচন সংক্রান্ত বিষয়জ্ঞান, শারীরিক ও মানসিক সুস্থতা, রাজনৈতিকভাবে সক্রিয়তা না থাকা, অন্য অফিসে নিয়োগে বিধি নিষেধ ও চারিত্রিক স্বচ্ছতা।’

খালেদা জিয়ার প্রস্তাবে ছিল, ‘সর্বজন শ্রদ্ধেয় সৎ, মেধাবী, দক্ষ, সাহসী, প্রাজ্ঞ এবং নৈতিকতা, ব্যক্তিত্ব ও কর্ম অভিজ্ঞতা সম্পন্ন, সব বিচারে দল-নিরপেক্ষ এবং বিতর্কিত নন এমন একজন ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনার হবেন। সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে অধিষ্ঠিত ছিলেন এমন একজন ব্যক্তি অথবা বাংলাদেশ সরকারের একজন সচিব, যিনি অবসর গ্রহণের পর সরকারের কোনও লাভজনক পদে নিয়োজিত নেই বা ছিলেন না, অথবা একজন বিশিষ্ট নাগরিক প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য বিএম কাদের, কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন বাবলু প্রমুখ। 

আরও পড়ুন- 


কবে পূরণ হবে বিএনপির স্থায়ী কমিটির শূন্য তিন পদ?

/এসটিএস/এফএস/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: স্পিকার
ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: স্পিকার
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ জন আহত
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ জন আহত
ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান হচ্ছে
ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান হচ্ছে
মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ
মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার