X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

কোয়ালিটি চাই, কোয়ানটিটি নয়: খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্টে
০১ জানুয়ারি ২০১৭, ২১:৩৮আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ২১:৪২





 খালেদা জিয়া (ফাইল ছবি) ছাত্রদলের নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘সময়মতো বলব আন্দোলনের কথা। অহেতুক কথা বলব না। দলকে গুছিয়ে উপযুক্ত নেতৃত্ব দিয়েই আবার ক্ষমতায় আসবে বিএনপি। এ জন্য প্রতিষ্ঠাবার্ষিকীর দিনই শপথগ্রহণের উত্তম দিন। কোয়ালিটি সম্পন্ন নেতাকর্মী চাই, কোয়ানটিটি চাই না।’ রবিবার রবিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্রদলের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ছাত্রদলের নেতাকর্মীদের ‘উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম’ বলে স্লোগান দিতে নিষেধ করে খালেদা জিয়া। তিনি বলেন, ‘এটা আবার কেমন স্লোগান শুনি। উত্তর-উত্তর, দক্ষিণ-দক্ষিণ, এটা কোনও স্লোগান হলো? কী বোঝাতে চাও? তোমরা নিজেরা স্লোগান তৈরি করবে। আগে তো দেখেছি ছাত্রনেতারা নিজেরা স্লোগান তৈরি করতো। নিজেরা হাতে লিখে পোস্টার করতো। এখন তো তোমাদের পোস্টার করে দিতে হয়। কিন্তু করে দিলেও পোস্টার দেওয়ালে লাগে না। পোস্টার করতে পয়সা খরচ হয়। পোস্টারগুলো ঘরে পড়ে থাকে, বাসায় পড়ে থাকে।’
খালেদা জিয়া বলেন, ‘হাসিনা সরকারের এত অপকর্ম কিন্তু তোমরা স্লোগান দাও না।’ এরপরই তিনি নেতাকর্মীদের ছাত্রস্বার্থ সংশ্লিষ্ট, শিক্ষা, শিক্ষা উপকরণ নিয়ে কথা বলতে, স্লোগান দেওয়ার আহ্বান জানান। খালেদা জিয়া ছাত্রদলকে প্রশিক্ষণের কথাও বলেন। এ সময় নেতাকর্মীরা হাততালি দিয়ে স্বাগত জানান তাকে।
প্রসঙ্গত, সদ্য বিদায়ী বছরের ১ জানুয়ারিতে একইস্থানে ছাত্রদলের সমাবেশে খালেদা জিয়া সংগঠনটিকে ছাত্র-স্বার্থবিষয়ক বক্তব্য হাজির করতে এবং স্লোগানে নতুনত্ব আনার আহ্বান জানালেও সাড়া দেননি নেতাকর্মীরা। রবিবার তার বক্তব্য চলাকালেও স্থানীয়নেতাদের নামে মিছিল করে সমাবেশস্থলে আসা-যাওয়া করেছেন নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘হাসিনা চিরস্থায়ী ক্ষমতার বন্দোবস্ত করতে চায়। এ কারণে একটার পর একটা আইন পাস করেন। যেন তারা ভবিষ্যৎ বংশধরদেরও ক্ষমতা রাখতে পারেন। ’
প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আপনি যে জেলারই হোন না কেন, আপনি বাংলাদেশি। গুলি করে মানুষ হত্যা করা যাবে না। পুলিশ কথায় কথায় মানুষ খুন করে। কথায় কথায় গুলি বন্ধ করুন। সেও তো বাংলাদেশি নাকি অন্য কেউ?’
খালেদা জিয়া বলেন, ‘একজন বাংলাদেশি অন্য বাংলাদেশিকে কিভাবে হত্যা করতে পারে? হত্যাকাণ্ড প্রতিনিয়ত বেড়েছে। মাঝখানে একটু কম ছিল। এখন বেড়েছে। কোনও বিচার নেই। তদন্ত প্রকাশিত হয় না।’ এ সময় সাংবাদিক সাগর-রুনির বিচার ও তদন্ত এখন হয়নি মন্তব্য করেন বিএনপি প্রধান।
খালেদা জিয়া ক্ষোভ নিয়ে বলেন, ‘এত গোয়েন্দা-গোয়েন্দা শুনি। বাংলাদেশে কত গোয়েন্দা আছে? অন্য দেশের গোয়েন্দা এই দেশে থাকবে কেন? ’
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের বিষয়ে খালেদা জিয়া বলেন, ‘বিএনপি রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন।’ রাষ্ট্রপতিও অনেক ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতির কথা ভালোই লেগেছে। উনাকেও বলেছি, যতবার ডাকবেন, ততবার আসব। আমরা চাই নিরপেক্ষ নির্বাচন কমিশন। ’ তিনি বলেন, ‘নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সহায়ক সরকার হতে হবে। এই সরকারই নির্বাচন কমিশনকে সহায়তা করবে। আওয়ামী লীগ তো নির্বাচন সুষ্ঠু চায় না। তারা আইন করছে। তারা ক্ষমতা ছাড়তে আগ্রহী নয়। নির্বাচন হবে সুষ্ঠু। ভোটের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন, তারাই ক্ষমতায় আসবেন। ’
আওয়ামী লীগেও অনেক ভালো ভালো নেতা আছেন বলে মন্তব্য করেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘২০১৪ সালে যারা অনিবার্চিত হয়ে সংসদের গেছেন, তাদের জন্য তো তারাও কাজ করতে পারছেন না।’
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সম্প্রতি বিভিন্ন আন্দোলনে অনেক ছাত্রনেতা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, কারাবরণ করেছেন। তাদের এ ত্যাগ বৃথা যাবে না। খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজে এ ছাত্রনেতাদের সম্পৃক্ত করা হবে। কোনও কিছু আর অবশিষ্ট নেই। খালেদা জিয়ার নেতৃত্বে আবার ঘুরে দাঁড়াতে হবে। দেশকে বাঁচাতে হবে। দেশ নিয়ে জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়ন করতে হবে।’
/এসটিএস/এমএনএইচ//

সম্পর্কিত
সর্বশেষ খবর
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার