X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ইসি কমিশনার মাহবুবের বক্তব্য আদালত অবমাননার শামিল: জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৭, ১৬:৩৮আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৬:৪৮


নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সমালোচনা জামায়াতে ইসলামীর
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গত ১৪ নভেম্বর নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ‘নির্বাচনে জামায়াতের চিহ্নিত নেতাদের গ্রহণ করবে না নির্বাচন কমিশন’ শীর্ষক বক্তব্যকে আদালত অবমাননার শামিল হিসেবে দাবি করেছে জামায়াত।
বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এই বক্তব্যের প্রতিবাদ জানান।
জামায়াত নেতা বলেন, মাহবুব তালুকদারের বক্তব্য সম্পূর্ণ অন্যায়, অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার এ অসাংবিধানিক ও বেআইনি বক্তব্যের দ্বারা আবারও প্রমাণিত হল যে বর্তমান নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও সরকারের আজ্ঞাবহ।
এটিএম মাসুম বলেন,  বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের একটি জনপ্রিয়, আইনানুগ ও বৈধ রাজনৈতিক দল। অতীতের প্রায় সব জাতীয় সংসদেই জামায়াতের প্রতিনিধিত্ব ছিল। বর্তমানে উপজেলা, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা, সিটি করপোরেশনেও জামায়াতের বহু সংখ্যক নির্বাচিত প্রতিনিধি রয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন , ‘জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার জন্য দায়ের করা মামলাটি দেশের উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। সুতরাং জামায়াতে ইসলামীর নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে নির্বাচন কমিশনার জনাব মাহবুব তালুকদারের এ ধরনের বেআইনি ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার কোনও এখতিয়ার নেই।’
এটিএম মাসুম বিবৃতিতে দাবি করেন,  ‘নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের এ বক্তব্য আদালত অবমাননার শামিল। নির্বাচন কমিশনারের এ বক্তব্য নির্বাচন কমিশনের ভূমিকাকেই প্রশ্নবিদ্ধ করল। দেশের জনগণ আইন, আদালত ও সংবিধানের প্রতি তার সামান্যতম শ্রদ্ধাবোধ থাকলে তিনি এ ধরনের বেআইনি বক্তব্য দিতে পারতেন না।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আহ্বান জানান, আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে জামায়াতে ইসলামী সম্পর্কে বেআইনি বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য আমি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
চরমোনাই পীরের ভাইয়ের বাসায় জামায়াতের ৯ নেতা
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
কাদিজকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল
কাদিজকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
নৌকার টিকিট পেলেন নায়েব আলী
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচননৌকার টিকিট পেলেন নায়েব আলী
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ