X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

সংরক্ষিত নারী আসনে আ. লীগের মনোনয়ন পেতে প্রথম দিনে ফরম সংগ্রহের ঢল

মাহবুব হাসান
১৬ জানুয়ারি ২০১৯, ০১:১১আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৬:১৬

সংরক্ষিত মহিলা আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু (ছবি নাসিরুল ইসলাম) সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে প্রথমদিনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ফরম কিনেছেন ৬৬৪ জন। এদের মধ্যে যেমন আছেন দলের কেন্দ্রীয় নেতা ও সহযোগী সংগঠনের শীর্ষনেতারা, তেমনই আছেন তৃণমূলে অবদান রাখা সারাদেশের নেত্রীরাও। এছাড়াও আছেন ইতোপূর্বে সরাসরি ভোটে নির্বাচিত হওয়া সাবেক বেশ কয়েকজন সংসদ সদস্যও। সংস্কৃতির বিভিন্ন মাধ্যমের তারকারাও বাদ যাননি, মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাদেরও অনেকেই।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে ফরম বিক্রি উদ্বোধনের পর মনোনয়ন প্রত্যাশীরা যার যার কর্মী-সমর্থক নিয়ে দলের সভাপতির কার্যালয়ে গিয়ে ফরম কেনেন। তাদের অনেকেই জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ। আজ প্রথম দিনে ফরম কিনেছেন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, মহিলা লীগের সভাপতি সাফিয়া খানম, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, যুব মহিলা লীগের সভাপতি নাজমা বেগম, বরিশালের প্রয়াত মেয়র শওকত হোসেন হীরনের স্ত্রী জেবুন্নেছা আফরোজ, প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী নিলুফার আঞ্জুম পপি, বিএনপি-জামায়াত আমলে নির্যাতনের শিকার পূর্ণিমা রানী শীল প্রমুখ।
চলচ্চিত্র জগতের অভিনেত্রীদের মধ্যে সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, সুজাতা, আনোয়ারা, সাহানুর, ফাল্গুনি হামিদ, দিলারা ইয়াসমিন এবং ছোট পর্দার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি সংরক্ষিত নারী আসনে দলের মনোনয়ন পাওয়ার আশায় ফরম কিনেছেন।
ফরম সংগ্রহকারীদের তালিকায় আরও আছেন সাভারের সাবেক সংসদ সদস্য হাসিনা দৌলা, নারীনেত্রী দীপিকা রানী সমাদ্দার, যশোর জেলা আওয়ামী লীগের নেত্রী নুরুন নাহার, দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের নেত্রী লতিফা বেগম।
সংরক্ষিত মহিলা আসনের জন্য আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু (ছবি নাসিরুল ইসলাম) এছাড়াও দেশের বিভিন্ন এলাকার নেত্রীরাও দলের সভাপতি ও মনোনয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণের আশায় ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে আছেন ফারহানা ডলি, ডা. সেলিনা আকতার, নুসরাত ফারহানা ইলোরা, নীলিমা আকতার, নার্গিস রহমান, ব্যারিস্টার ওলোরা আফরিন, নুরনাহার কাকলী, কানিজ ফাতেমা আহম্মেদ, শামসুন্নাহার রত্না, সুমনা আকতার লিলি, জেদ্দা পারভীন রিমি, জান্নাত আরা হেনরি, নাসরিন আকতার, খাদিজা আকতার শিল্পী, মলো রানী সরকার, ডা. পূরবী রানী দেবনাথ, রাবেয়া আজিজ, শাহীন সুলতানা শান্তা, তাহমিনা সুলতানা, শান্তা আকতার, নাছিমা আকতার ডলি, হোসনে আরা, জাহানারা ইসলাম, সীমা ইসলাম, ছানোয়ারা সুলতানা, সখিনা সিদ্দিক, শিরিন ইসলাম, রোকেয়া বেগম, কাজী আছিয়া জয়নুল, শিরিন বেগম, নাহিদা আলম, নুরজাহান বেগম, মাহফুজা সুলতানা, রোজিনা নাসরিন, ইসরাত জাহান, রাবেয়া বেগম, আজিমুন নাহার, নীলুফার আদিবা আঞ্জুম মিতা, ডেইজি সরোয়ার, পারভীন খায়ের, খোদেজা নাসরিন, নার্গিস মাহাতাব, নাদিরা পারভীন লাকি, খালিদা আকতার শিল্পী, কামরুন নাহার সুমি, বনশ্রী বিশ্বাস, জেসমিন শারমীন নিঝুম, লায়লা হোসেন, তানিয়া হোসেন, কনিকা খাতুন, রোকসানা ইস্কান্দার, শাহনাজ বেগম, আনোয়ারা খাতুন, শাহীন সুলতানা ইতি, রেবেকা সুলতানা, পারুল আকতার, ড. নুরুন্নাহার নুপুর প্রমুখ।
আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। গত ১ জানুয়ারি গেজেট হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের। এ হিসেবে আগামী ১ এপ্রিলের মধ্যে সংসদের সংরক্ষিত মহিলা আসনের ভোট করতে হবে নির্বাচন কমিশনকে (ইসি)। ইসি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে সংরক্ষিত আসনে নির্বাচনের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে।
প্রতি ছয়টি আসনের জন্য একটি দল ও জোট একজন করে সংরক্ষিত নারী সংরক্ষিত সদস্য পাবে। এ পদ্ধতিতে এবার আওয়ামী লীগ তাদের নির্বাচিত ২৫৭ জন সংসদ সদস্যের জন্য ৪৩টি সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন দিতে পারবে।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
শেখ হাসিনার সঙ্গে মিটিংয়ের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
সর্বশেষ খবর
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ