X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

রুমিন ফারহানার আবেদন নিয়ে তোলপাড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৯, ১৮:৩৯আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৯:২৫





রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার সরকারি প্লটের জন্য করা আবেদনের জেরে তোলপাড় শুরু হয়েছে। এরইমধ্যে এই আবেদনের কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে বিব্রত হওয়ার পাশাপাশি তার আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়াকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।

রুমিন ফারহানা শপথ নেওয়ার পর থেকে বর্তমান সংসদকে ‘অবৈধ’ বলে আসছেন। পাশাপাশি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডেরও কঠোর সমালোচক তিনি। এ অবস্থায় সরকারের কাছে প্লট চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
গত ৩ আগস্ট গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের কাছে ঢাকার পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠার প্লট চেয়ে আবেদন করেন তিনি।
তবে আবেদনের বিষয়ে রুমিন বাংলা ট্রিবিউনকে বলেন, একজন সাংসদ হয়ে আইনি প্রক্রিয়া মেনেই আবেদন করেছেন তিনি। অবৈধ কিছু করেননি। গোপন তথ্যসমৃদ্ধ তার আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টিকে তিনি উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
জাহিরুল ইসলাম নামে একজন তার ফেসবুক ওয়ালে লিখেছেন, “পূর্বাচলে জমি চাইলেন সংসদকে ‘অবৈধ’ বলা বিএনপির রুমিন ফারহানা! সরকার প্লট দিলে ‘চিরকৃতজ্ঞ’ থাকবেন বলেও উল্লেখ করেছেন বিএনপি থেকে মনোনীত সংরক্ষিত নারী আসনের এই সাংসদ।”
রওনক আরেফিন নামে আরেকজন লিখেছেন, “রুমিন ফারহানা, আপনি অবৈধ সংসদে কেন গেলেন? গিয়েছেন, ভালো কথা। তাহলে যে জমির জন্য আবেদন করেছেন সেটা কি বৈধ? দেশ ও দলের কথা ভাবুন। যদি প্রত্যেক সংসদ সদস্য জমি পায় তাহলে আপনাকেও দেওয়া হবে।”
তবে রুমিন ফারহানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি একটি সাধারণ রাষ্ট্রীয় আবেদন। জাতীয় সংসদের অন্যান্য এমপি করেছেন এবং আমিও করেছি।’ তবে তিনি প্লট পাবেন বলে মনে করেন না।
তিনি বলেন, ‘গোপন রাষ্ট্রীয় তথ্যসমৃদ্ধ একটি আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়াকে আমি উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করি। কারণ, অন্য সাংসদদের কারো আবেদন প্রকাশ হয়নি। রাষ্ট্রীয় গোপন নথি একমাত্র মন্ত্রণালয় প্রকাশ করতে পারে। সেই আবেদনে আমার ব্যক্তিগত ফোন নম্বরসহ অনেক তথ্যই রয়েছে।’
প্রতিনিয়ত অসংখ্য ফোন পেয়ে হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন দাবি করে রুমিন বলেন, ‘এতে বোঝা যায় এই রাষ্ট্র ভিন্নমত একেবারেই সহ্য করতে পারছে না। আমাকে চাপে ফেলতে নানা কৌশলের আশ্রয় নিচ্ছে।’ সম্প্রতি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শুল্কমুক্ত গাড়ি পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
বিএনপির এই নেত্রী বলেন, ‘আমার ফেসবুক আইডি পর্যন্ত হ্যাক করে রাখা হয়েছে। আমি জনগণকে যে প্রশ্নের উত্তর দেবো সেই সুযোগ পর্যন্ত আমার কাছে নেই।’ তার দাবি, পুলিশ এই হ্যাকিংয়ের ঘটনায় মামলা নেয়নি। তাকে সম্ভাব্য সব উপায়ে কোণঠাসা করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
জানতে চাইলে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রুমিন ফারহানার আবেদন আমি পেয়েছি। বিধিমোতাবেক ব্যবস্থা নেবো।’ এমপিদের প্লট ও ফ্ল্যাট দেওয়ার ক্ষেত্রে যে নিয়ম-নীতি রয়েছে তা এ ক্ষেত্রেও অনুসরণ করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, রুমিন তার আবেদনে বলেন, ঢাকা শহরে তার কোনও জায়গা, প্লট, জমি নেই। ওকালতি ছাড়া অন্য কোনও ব্যবসা বা পেশা নেই। প্লট বরাদ্দ দেওয়া হলে তিনি ‘চিরকৃতজ্ঞ’ থাকবেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

/ইউআই/এসএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে যুবদলের লিফলেট বিতরণ
নির্বাচন হলেই তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন: টুকু
জাতীয় সনদ দ্রুত বাস্তবায়ন হোক: সালাহ উদ্দিন
সর্বশেষ খবর
‘বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ হলে ন্যায়বিচার নিশ্চিত হবে’
‘বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ হলে ন্যায়বিচার নিশ্চিত হবে’
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বোটক্স সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
বোটক্স সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
রবীন্দ্রনাথ-নজরুল জীবনঘনিষ্ঠ কবি: শিক্ষা উপদেষ্টা
রবীন্দ্রনাথ-নজরুল জীবনঘনিষ্ঠ কবি: শিক্ষা উপদেষ্টা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’