X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

অল্প সময়ের মধ্যে বিএনপিকে গুছিয়ে এনেছেন তারেক: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৯, ০০:৫০আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০০:৫৪

বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতি অল্প সময়ের মধ্যে বিএনপিকে গোছানোর কাজ প্রায় শেষ করে নিয়ে এসেছেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমান দলের মধ্যে নতুন প্রাণ সৃষ্টি করেছেন। এই দুঃসময়ে হাজার হাজার মাইল দূর থেকে তিনি সঠিক নেতৃত্ব দিয়ে দলকে পরিচালিত করছেন।

সোমবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরবঙ্গ ছাত্র ফোরাম।

মির্জা ফখরুল বলেন, আজকে একটা দানবের হাতে দেশ পড়েছে। তারা সব কিছু তছনছ করে দিচ্ছে। অর্থনীতি বলতে কিচ্ছু নেই। তারা দাবি করে, উন্নয়নের রোল মডেল নাকি বাংলাদেশ। অথচ এদিকে দেখা যাচ্ছে, ঋণ আর ঋণ। চতুর্দিক থেকে নেওয়া ঋণে সরকার একেবারে পূর্ণ হয়ে গেছে।

আওয়ামী লীগ সরকার গোলাম ও দাসের মতো আজকে দেশকে ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক কারণে গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়া কারাগারে। তিনি বাইরে থাকলে আজকে যারা গোলাম ও দাসের মতো দেশকে ধ্বংস করে দিচ্ছে তা তারা পারতো না। আজ জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়ে দানবীয় শাসন বিস্তার করেছে। তারা জানে খালেদা জিয়া বাইরে থাকলে তাদের অস্তিত্ব টিকবে না।

মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি চলছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সম্পূর্ণ দলীয় লোকজনদের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংস করে ফেলা হচ্ছে। এভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে।

ছাত্র সমাজের অতীতে গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন, এখন এগিয়ে আসতে হবে তরুণদের, যুবকদের, ছাত্রদের। নেতৃত্ব দিতে হবে তাদের। কারও জন্য অপেক্ষা করলে চলবে না। কে ডাক দিলো কে ডাক দিলো না সেই অপেক্ষা করলে চলবে না। ’৯০ সালে হাবিব উন নবী খান সোহেলদের কেউ ডাক দেয়নি, তারা নিজেরাই এগিয়ে গেছে সামনে। ’৬৯, ’৫২, ’৫৪ সালেও কেউ ডাক দেয়নি, তারা নিজেরাই এগিয়ে গেছে সামনে। তাদেরকে অনুসরণ করেছে রাজনৈতিক দলগুলো। এটাই ইতিহাস, ইতিহাস পড়ুন সব জানবেন।

২০০২ সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চীন সফরের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, আমার সৌভাগ্য হয়েছিল খালেদা জিয়ার সঙ্গে চীনে রাষ্ট্রীয় সফরে যাওয়ার। আমরা যারা সফরে ছিলাম তখন লাইনে দাঁড়িয়ে ছিলাম। আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়া চীনের প্রধানমন্ত্রীকে নিয়ে সব সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আসছেন। যখন খালেদা জিয়া চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানকে পরিচয় করিয়ে দিলেন যে আমার ছেলে তারেক রহমান। চীনা প্রধানমন্ত্রী সেসময়ে যে উক্তিটি করেছিলেন সেটা আমার কাছে অত্যন্ত সিগনিফিকেন্ট মনে হয়। চীনা প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘ওয়েল ইয়াং ম্যান। ক্যারি দ্য ফ্লাগ অব ইয়োর ফাদার অ্যান্ড ইয়োর মাদার। তোমার পিতা এবং মায়ের যে পতাকা সেই পতাকাকে তুমি নিয়ে যাও সামনে।’

বিএনপির মহাসচিব বলেন, আমি বলতে চাই, সেই পতাকাটা কিসের পতাকা? সেই পতাকা হচ্ছে গণতন্ত্রের পতাকা, যে দর্শন সেই দর্শনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পতাকা।

তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘কোথাও তো কোনও কিছু খুঁজে পান নাই। সারা বিশ্বে তন্ন তন্ন করে খুঁজেছেন দুর্নীতির চিহ্ন খুঁজে পান নাই। তাই জোর করে তাকে সাজা দিয়ে এভাবে তাকে আটকিয়ে রেখেছেন।’

সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার মীর হেলালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, আহমেদ আজম খান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান, শামুসর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

 

/এএইচআর/টিএন/
সম্পর্কিত
দেশীয় অস্ত্রসহ ‘লও ঠেলা’ গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার
মা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ঢাবি শিক্ষার্থী সাম্য
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় গ্রেফতার তামিমের বাড়িতে অগ্নিসংযোগ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৫ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৫ মে, ২০২৫)
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ