X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কাদা ছোড়াছুড়ি করছি না, এরিক প্রসঙ্গে জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৯, ২০:৪৩আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২১:১২

জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আমি কাদা ছোড়াছুড়ি করছি না, আমি রাজনীতি করি। রাজনীতি করতে গেলে শতভাগ মানুষের সমর্থন পাওয়া যায় না।’ রবিবার (২৪ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এদিন জামালপুর জেলার জাতীয় পার্টি (জেপি) ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ২০ জন আইনজীবী জাপা চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। ওই অনুষ্ঠানে তিনি বর্তমান রাজনীতি ও এরিক এরশাদ প্রসঙ্গে কথা বলেন।
প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক ও তার মা বিদিশা প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, ‘রাজনীতি করতে গেলে অনেক সময় বাইরের মানুষও আমার জন্য জীবন দেবে, আবার খুব ক্লোজ মানুষও আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে। এটা পৃথিবীর ইতিহাসে সবসময় ছিল এবং আছে। আমাকে নিয়ে কে কী বললো, তা নিয়ে ভীষণভাবে মগ্ন থাকলে দেশের জন্য, জাতির জন্য কাজ করা সম্ভব হবে না।’ তিনি ন্যায়ের পথে থেকে দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন বলে দাবি করেন।
জিএম কাদের বলেন, ‘সাধারণভাবে ভালো কাজ করতে গেলে কিছু মানুষ বাধা সৃষ্টি করবে, সেগুলো আমরা যথাযথভাবে নিষ্পত্তি করবো।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘দেশের তিনটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে মানুষ এখন জাতীয় পার্টির ওপরেই আস্থা রাখছে।’ সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টিই আগামী দিনের সম্ভাবনাময় বিকল্প শক্তি বলেও দাবি করেন তিনি।
জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা দলকে আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন...
আমার সম্পদের ওপর চাচার লোভ আছে: এরিক এরশাদ

/এসটিএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
বিচারকের স্বাক্ষর জাল: ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল হয়নি 
বিচারকের স্বাক্ষর জাল: ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল হয়নি 
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র