X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘অঞ্জন রায়কে হুমকির পেছনে জামায়াত-শিবিরের সম্পর্ক নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৯, ২০:০৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২০:১২

রফিকুল ইসলাম খান সাংবাদিক অঞ্জন রায়কে হুমকি দেওয়ার সঙ্গে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কারও সম্পর্ক নেই বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম। রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় দলের প্রচার বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি করেন।
বিবৃতিতে মাওলানা রফিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে কাউকে হুমকি দেওয়ার নজির নেই। সংগঠন দুটি কাউকে হুমকি-ধমকি দেওয়ার অন্যায়, অনৈতিক ও অগণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না।’
প্রসঙ্গত, গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর অঞ্জন রায় রমনা থাকায় জিডি করেন। সেখানে তিনি অভিযোগ করেন, ‘জামায়াত ও ছাত্রশিবিরের কর্মীসহ কিছু মানুষ আমাকে সোশ্যাল মিডিয়ায় ও সরাসরি হুমকি দিয়ে চলেছে। এই পরিস্থিতিতে আমি দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, জামায়াত নেতা ড. শফিকুর রহমান ও মকবুল আহমদ এবং ছাত্রশিবিরের সভাপতি মোবারক হোসেন ও সম্পাদক সিরাজুল ইসলামকে হুমকির কারণ মনে করছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমার ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করছি।’
বিবৃতিতে বলা হয়, ‘জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কয়েকজন নেতাকে হুমকির কারণ মনে করে অঞ্জন রায়ের রমনা থানায় ডায়েরি করার খবর ১৪ ডিসেম্বর দু-একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে। এই খবর আদৌ সত্য কিনা তা আমরা জানি না।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘যদি এসব রিপোর্ট সত্য হয়ে থাকে তাহলে সে সম্পর্কে আমাদের বক্তব্য হলো ওই ডায়েরি হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
বিবৃতিতে আরও বলা হয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এবং দৈনিক সংগ্রামের সম্পাদককে অঞ্জন রায়ের হুমকির কারণ মনে করার কোনও যৌক্তিক কারণ নেই। এ দুটি সংগঠন সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাসী বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

নিরাপত্তা চেয়ে সাংবাদিক অঞ্জন রায়ের জিডি

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
চরমোনাই পীরের ভাইয়ের বাসায় জামায়াতের ৯ নেতা
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ