X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

পাপিয়াকে গ্রেফতারে প্রধানমন্ত্রীকে নির্দেশ দিতে হবে কেন: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৫

বক্তব্য রাখছেন মাহমুদুর রহমান মান্না নরসিংদী যুব মহিলা লীগের নেত্রী শামীমা নূর পাপিয়াকে গ্রেফতার করতে কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দিতে হবে—এ প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী সংগ্রামী দল আয়োজিত এক আলোচনা সভায় মান্না এ প্রশ্ন তোলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, পাপিয়াকে গ্রেফতার করতে নাকি প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। পাপিয়াকে প্রেফতার করতে প্রধানমন্ত্রীকে নির্দেশ দিতে হবে কেন? পাপিয়া একটি জেলার মহিলা লীগের সাধারণ সম্পাদক। এ ধরনের একটি পদে কেন্দ্রীয় নেতারা কি না জেনেশুনে নির্বাচিত করেন? দায়িত্ব দেওয়ার আগে কি খোঁজ-খবর নেন না? যদি এমন হয়, যখন দায়িত্ব দিয়েছিল, তখন তিনি এমন ছিলেন না— তাহলে বুঝতে হবে সাধারণ সম্পাদক হওয়ার পর তিনি নষ্ট হয়েছেন।’

তিনি বলেন, ‘একটা দল কত খারাপ হতে পারে, যে দলের দায়িত্ব পেলে সে ইয়াবাখোর হয়, ক্যাসিনো চালায়, হামলা করে। ওরা মহিলা গুণ্ডা। দেশে আগে এরকম ছিল না।’

মান্না আরও বলেন, ‘পুরান ঢাকায় দুই ভাইয়ের বাড়িতে একটি ব্যক্তিগত ব্যাংক পাওয়া গেছে। তাদের নামে কি মামলা হয়েছে? এতদিন তাদের ধরা হলো না কেন? এ সংক্রান্ত আমরা কিছু জানতে পারলাম না। অন্যদিকে মাত্র দুই কোটি টাকার জন্যে অভিযোগ গঠন, মামলা এবং সাজা হলো খালেদা জিয়ার। এটা কোনও মামলাই না। এই মামলার প্রতিবাদ করতে হলে আগরতলা ষড়যন্ত্র মামলার মতো প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওই রকম প্রতিবাদ করতে হবে।’

সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দন আহমেদ, শামসুজ্জামান দুদু প্রমুখ।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে যুবদলের লিফলেট বিতরণ
নির্বাচন হলেই তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন: টুকু
জাতীয় সনদ দ্রুত বাস্তবায়ন হোক: সালাহ উদ্দিন
সর্বশেষ খবর
‘বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ হলে ন্যায়বিচার নিশ্চিত হবে’
‘বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ হলে ন্যায়বিচার নিশ্চিত হবে’
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বোটক্স সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
বোটক্স সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
রবীন্দ্রনাথ-নজরুল জীবনঘনিষ্ঠ কবি: শিক্ষা উপদেষ্টা
রবীন্দ্রনাথ-নজরুল জীবনঘনিষ্ঠ কবি: শিক্ষা উপদেষ্টা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’