X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

মহামারি উপেক্ষা করে দেশ শাসন করছে সরকার: টুকু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২০, ০৩:১৬আপডেট : ১৬ মার্চ ২০২০, ০৩:২১



মহামারি উপেক্ষা করে দেশ শাসন করছে সরকার: টুকু

করোনা ভাইরাসের মতো মহামারি উপেক্ষা করে সরকার জোর করে দেশ শাসন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘এই জোর করা পরিবেশের মধ্যেই আমরা নির্বাচন করছি।’

রবিবার (১৫ মার্চ) বিকালে রাজধানীর হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং সেন্টারের সামনে ঢাকা-১০ আসনে উপ-নির্বাচনে দলের প্রার্থী শেখ রবিউল আলম রবির পক্ষে প্রচারণায় গিয়ে একথা বলেন ইকবাল হাসান মাহমুদ।

শেখ রবির মিডিয়া সেল জানায়,  ঢাকা-১০ আসনের ১৬ এবং ১৭ নং ওয়ার্ডে গণসংযোগ করেন শেখ রবি।

ইকবাল হাসান বলেন, ‘করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করছে। সারা বিশ্বে ভাইরাস প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অথচ বাংলাদেশের তার বিপরীত চিত্র দেখতে পাচ্ছি। সরকার কোনও উদ্যোগ গ্রহণ করেনি। স্কুল-কলেজ বন্ধ করেনি। এই অবস্থায় ইতালি প্রবাসীদের আশকোনা হাজি ক্যাম্প নিয়ে গেছে।  সেখানে পানির কোনও ব্যবস্থা নেই, শোয়ার ব্যবস্থা নেই। এজন্য তারা বিদ্রোহ করছে। ’



ইকবাল হাসান মাহমুদের অভিযোগ, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে রেখেছে সরকার। তিনি অত্যন্ত অসুস্থ। প্রায় মৃত্যুশয্যায়। জালিম সরকার তাকে মুক্তি দিচ্ছে না।’

গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় নির্বাচনে থাকার কথা জানিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি। প্রচারপত্র বিলিকালে তিনি বলেন, ‘ঢাকা ১০ আসনের উপনির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে ভোটারদের কাছে যাচ্ছি। আমার দল বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে এবং জনগণের শক্তিকে বিশ্বাস করি। জনগণই আমার মূল শক্তি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবে।’

প্রচারণাকালে বিএনপির যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা হেলেন জেরিন খান, নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা হাবিব, তাবিথ আউয়াল, ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি কামরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সৈকত, নিউমার্কেট থানার সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারীসহ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।



 

/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: তাপ প্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপ প্রবাহ অব্যাহত থাকার আভাস
সাত দিনে হিট স্ট্রোকে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদফতর
সাত দিনে হিট স্ট্রোকে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদফতর
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার