X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ধরে নিন এবারের ঈদটা সেই পরীক্ষা: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২০, ০০:৪৩আপডেট : ২৫ মে ২০২০, ০১:৩৪

মির্জা ফখরুল দেশে সোমবার (২৫ মে) উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর। দিনটিকে সামনে রেখে রবিবার (২৪ মে) রাতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও করোনাভাইরাস সংকটে সাহস না হারানোর পরামর্শ দিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ভোরের নতুন সূর্য, নতুন স্বপ্ন, নতুন আশার আলো জন্ম দেবে। দাম দিতে হয় জীবনে- ধরে নিন এবারের ঈদটা সেই পরীক্ষা। পরম করুণাময় আল্লাহ আমাদের জন্য অবশ্যই ভালো কিছু রেখেছেন। এই দিন কেটে যাবে।’

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীর উদ্দেশে ভিডিওবার্তায় এ আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্‌ আসমানি তাগিদ’- গানটি ব্যবহার করা হয়েছে।

ভিডিও বার্তায় ভাইরাসের সংক্রমণ এড়াতে বাড়ি বাড়ি না গিয়ে ইন্টারনেটে ঈদের শুভেচ্ছা বিনিময় করার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, ‘এবারে রোজা ও ঈদ একেবারে অন্যরকম। আগে আমরা এই ধরনের ঈদের কোনও ধারণা পাইনি। তবু ঈদ, ঈদ-ই, আনন্দ। সবার সঙ্গে হয়তো নামাজ পড়তে যাওয়া হবে না, বন্ধু-আত্মীয়দের বাড়িতে বেড়াতে যেতে হয়তো পারবো না, সেমাই খাওয়া হবে না। কিন্তু তাতে কী? মনের যে কোনটাতে প্রিয়জনের বাস, ঠিক সেইখানে তো কোনও লকডাউন নেই।’

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘এবার হয়তো আমার নাতির সঙ্গে কোলাকুলি হবে না। কিন্তু দেখা হয়তো হবে আশা করছি, কারণ আমি এখন জুম ব্যবহার (ইন্টারনেটে ভিডিওকলে কথা বলার অ্যাপ) করা শিখে গেছি। আপনরাও করুন।’

মির্জা ফখরুল বলেন, ‘ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। চারিদিকে আতঙ্ক ভয়, সামজিক দূরত্ব, অভাব-অনটন। তার ওপরে আবার দক্ষিণে আম্পানের তাণ্ডব। এর মধ্যে ঈদ।’

ঈদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে দলটির মহাসচিব বলেন, ‘একটু মন খারাপ। এই অসুখটার জন্য আমাদের নেত্রী ম্যাডামের সঙ্গে দেখা হয়তো হবে না। যদিও উনি বাসায় আছেন। গত ঈদেও দেখা হয়নি, জেলে ছিলেন।’

করোনার বিপর্যয় কেটে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির মহাসচিব সবাইকে সাহসের সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান।

 

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
মেসির ৫ অ্যাসিস্ট আর সুয়ারেজের হ্যাটট্রিকে বড় জয় মায়ামির
মেসির ৫ অ্যাসিস্ট আর সুয়ারেজের হ্যাটট্রিকে বড় জয় মায়ামির
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী ব্যাংক, পদসংখ্যা অনির্ধারিত
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী ব্যাংক, পদসংখ্যা অনির্ধারিত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি