X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বাবুর মৃত্যুতে শোকাহত রাজনৈতিক নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২০, ২১:১৭আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:১৯

শফিউল বারী বাবু বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুতে শোকাহত তার রাজনৈতিক সহকর্মীরা। তার মৃত্যুতে নিজ দল বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও শোক জানিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবু। তার মৃত্যু পর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শোক জানানো হয়।

বাবুর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, মাহবুবের রহমান শামীম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

বিবৃতিতে তারা বলেন, তিনি ছিলেন একজন অকুতোভয় জাতীয়তাবাদী সৈনিক। তার এই অসময়ে চয়ে যাওয়ায় দেশ ও দলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কখনও পূরণ হবার নয়।

বাবুর মৃত্যুতে শোক জানিয়েছেন এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মন্জু। তারা বলেন, বাবু গণতান্ত্রিক আন্দোলনের একজন নিষ্ঠাবান কর্মী ও নেতা ছিলেন। তার অমায়িক ব্যবহার, বিনয় ও দৃঢ়তা তাকে অল্প সময়ে ছাত্রনেতা থেকে দলের গুরুত্বপূর্ণ অবস্থানে আসীন করেছে। তার এই মৃত্যু রাজনৈতিক অঙ্গনের জন্য বড় ক্ষতি।

বাবুর মৃত্যু সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার ও মাহমুদুল হাসান রিপন।

ছেলে ও মেয়ের সঙ্গে বাবুর একটি ছবি নিয়ে লিয়াকত সিকদার ফেসবুকে লিখেছেন, ‘তাকাতে পারি না ছোট সন্তানের ছবির দিকে। বাবুর সঙ্গে অনেক স্মৃতি, সুহৃদ, কেন এমন হয়। মর্মাহত, খুব বেশি অস্থির লাগছে। তার কথা কখনোই ভোলার নয়।’

মাহমুদুল হাসান রিপন বলেন, ‘আমি ছাত্রলীগের দায়িত্ব পালনের সমসাময়িক সময়ে তিনি ছাত্রদলের দায়িত্বে ছিলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

 

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা