X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

বাবুর মৃত্যুতে শোকাহত রাজনৈতিক নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২০, ২১:১৭আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:১৯

শফিউল বারী বাবু বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুতে শোকাহত তার রাজনৈতিক সহকর্মীরা। তার মৃত্যুতে নিজ দল বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও শোক জানিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবু। তার মৃত্যু পর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শোক জানানো হয়।

বাবুর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, মাহবুবের রহমান শামীম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

বিবৃতিতে তারা বলেন, তিনি ছিলেন একজন অকুতোভয় জাতীয়তাবাদী সৈনিক। তার এই অসময়ে চয়ে যাওয়ায় দেশ ও দলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কখনও পূরণ হবার নয়।

বাবুর মৃত্যুতে শোক জানিয়েছেন এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মন্জু। তারা বলেন, বাবু গণতান্ত্রিক আন্দোলনের একজন নিষ্ঠাবান কর্মী ও নেতা ছিলেন। তার অমায়িক ব্যবহার, বিনয় ও দৃঢ়তা তাকে অল্প সময়ে ছাত্রনেতা থেকে দলের গুরুত্বপূর্ণ অবস্থানে আসীন করেছে। তার এই মৃত্যু রাজনৈতিক অঙ্গনের জন্য বড় ক্ষতি।

বাবুর মৃত্যু সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার ও মাহমুদুল হাসান রিপন।

ছেলে ও মেয়ের সঙ্গে বাবুর একটি ছবি নিয়ে লিয়াকত সিকদার ফেসবুকে লিখেছেন, ‘তাকাতে পারি না ছোট সন্তানের ছবির দিকে। বাবুর সঙ্গে অনেক স্মৃতি, সুহৃদ, কেন এমন হয়। মর্মাহত, খুব বেশি অস্থির লাগছে। তার কথা কখনোই ভোলার নয়।’

মাহমুদুল হাসান রিপন বলেন, ‘আমি ছাত্রলীগের দায়িত্ব পালনের সমসাময়িক সময়ে তিনি ছাত্রদলের দায়িত্বে ছিলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

 

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
বগুড়া ডায়াবেটিক হাসপাতালের আহ্বায়কের কক্ষে তালা দিলেন বিএনপির নেতারা
একপক্ষকে সাদরে বরণ, জবি শিক্ষার্থীদের লাঠিচার্জ কেন: রিজভী
আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে পড়েছি আমরা: মির্জা আব্বাস
সর্বশেষ খবর
কলেজের হোস্টেল থেকে ছাত্রের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
কলেজের হোস্টেল থেকে ছাত্রের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
ভারত-বাংলাদেশের বন্ধুত্ব অটুট আছে এবং সব সময় থাকবে: ভারতের সহকারী হাইকমিশনার
ভারত-বাংলাদেশের বন্ধুত্ব অটুট আছে এবং সব সময় থাকবে: ভারতের সহকারী হাইকমিশনার
আশুলিয়ায় এনসিপি ও বৈষম্যবিরোধী নেতাদের ওপর হামলা, আহত ৮
আশুলিয়ায় এনসিপি ও বৈষম্যবিরোধী নেতাদের ওপর হামলা, আহত ৮
ভুল হলে, তা থেকে শিক্ষা নিয়ে এগোতে চাই: মাহফুজ আলম
ভুল হলে, তা থেকে শিক্ষা নিয়ে এগোতে চাই: মাহফুজ আলম
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক