X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

কমিটি নিয়ে অভিযোগের প্রতিকার আছে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২০, ১৪:৫২আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১৬:৩০

ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সহযোগী সংগঠনগুলোর সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে অভিযোগ-আপত্তি থাকলে প্রতিকার পাওয়ার ব্যবস্থা রয়েছে। নেতাকর্মী বা সংক্ষুব্ধ ব্যক্তির যেকোনও অভিযোগ-আপত্তি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আইনি কাঠামোর মধ্যে সমাধান করা হবে। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে নির্দেশই দিয়েছেন।’

তিনি আজ বুধবার (২১ অক্টোবর) তার সরকারি বাসভবনে নিয়মিত অনলাইন ব্রিফিংকালে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সংগঠনের গঠনতন্ত্রের কাঠামোর আওতায় নেতাকর্মীরা কমিটি সংক্রান্ত অভিযোগ ট্রাইব্যুনালে দিতে পারবেন। ট্রাইব্যুনাল অভিযোগ যাচাই-বাছাই করে নিষ্পত্তি করবে। সহযোগী সংগঠনগুলোর ধারাবাহিকতায় শিগগিরই জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হবে। এখন যাচাই-বাছাই চলছে।’

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন

সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘কোথাও নির্বাচনি গোলোযোগ হয়নি। তবে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। এর কারণ করোনার প্রাদুর্ভাব। পাশাপাশি উপনির্বাচনে মানুষ কম আগ্রহী হয়। এছাড়া বিএনপি নির্বাচন নিয়ে ভীতি ও শঙ্কার পরিবেশ তৈরি করে।’

ঢাকা-৫ ছাড়া নওগাঁ-৬ ও পাবনায় ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল বলে দাবি করেন ওবায়দুল কাদের। একইভাবে স্থানীয় সরকার নির্বাচনেও ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ করা যাচ্ছে বলে দাবি করেন তিনি।

বিএনপি নেতাদের ‘নির্বাচনি পরিবেশ নেই’ অভিযোগের জবাবে বিএনপি-জামায়াত শাসনামলের সময়ের কথা স্মরণ করিয়ে দিয়ে কাদের বলেন, ‘সে সময়ে নির্বাচন মানেই ছিল সংঘাত আর প্রাণহানি। স্থানীয় নির্বাচনগুলোতে ঘটেছে অসংখ্য জীবনহানির মতো ঘটনা। আর এখন বিএনপি উদ্দেশ্যমূলক নিষ্ক্রিয়তা দেখায়। তারা এমন পরিস্থিতি তৈরি করে যে তাদের ভোটাররাও কেন্দ্রে আসে না। আর ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বিএনপির অপকৌশল কাজ করে। নির্বাচনে অংশ নিয়েও ভোটকেন্দ্রে এজেন্ট দেয় না। পরে উল্টো অভিযোগ করে যে, তাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ভরাডুবি বুঝতে পেরেই নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি এসব অপকৌশল করে। তাদের নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার অপকৌশল জনগণ বুঝে ফেলছে।

 

/এমএইচবি/এফএস/এমএমজে/
সম্পর্কিত
নেত্রকোনায় ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়া আ.লীগ নেতা গ্রেফতার
ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না: অ্যাটর্নি জেনারেল
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবার অস্ত্র মামলায় রিমান্ডে
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবার অস্ত্র মামলায় রিমান্ডে
প্রথম সেট হেরেও কোয়ার্টার ফাইনালে আলকারেজ
প্রথম সেট হেরেও কোয়ার্টার ফাইনালে আলকারেজ
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন