আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে তৃণমূল বিএনপি'র মনোনয়ন ফরম জমা দিয়েছেন পুরান ঢাকার জনপ্রিয় পরিবেশবাদী সংগঠন 'স্রোত'-এর সভাপতি হামীম কেফায়েত ফালু। তিনি পুরান ঢাকার লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা-৭ আসনে তৃণমূল বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী।
শুক্রবার (২৪ নভেম্বর) তোপখানা রোডে দলের কার্যালয়ে এলাকার ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মনোনয়ন ফরম জমা দেন ফালু।
হামীম কেফায়েত ফালু দীর্ঘদিন ধরেই বাসযোগ্য পুরান ঢাকা গড়তে জনমত তৈরি করে চলেছেন। তিনি একেধারে প্রকাশনা ব্যবসায়ী ও গণমাধ্যম উদ্যোক্তা।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে ফালু বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। দুই দলের বাইরে নতুন নেতৃত্ব চায়। সেই জায়গায় তৃণমূল বিএনপি নতুন সম্ভাবনা তৈরি করেছে।’