X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ে সংকট সৃষ্টি হবে না: আ. লীগ

বাংলা ট্রিবউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৬, ১৬:৩৩আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৬:৪৬

 

আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে অভিবাসন নিয়ে নতুন করে বাংলাদেশের কোনও সংকট সৃষ্টি হবে না বলে মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ প্রসঙ্গে দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ে বাংলাদেশের কোনও সমস্যা হবে না।’ অন্য যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি বলেন, ‘বৈধ অভিবাসন প্রসঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের  মধ্যে কোনও দ্বিমত নেই।’ বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নে জবাবে মাহাবুবউল আলম হানিফ বলেন, ‘প্রতিটি দেশেরই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি নীতিমালা থাকে। সে অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়। সেখানে ব্যক্তি বিশেষের অভিমত প্রাধান্য পায় না। তবে, বাংলাদেশের অভিবাসীদের নিয়ে নতুন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও জটিলতা সৃষ্টি হবে না।’
একই প্রশ্নের জবাবে অন্য যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেন, ‘বাংলাদেশ বৈধ অভিবাসনে বিশ্বাস করে। আমাদের সরকারও চায় প্রত্যেক নাগরিক যখন কোনও দেশে অভিবাসী হিসেবে যাবেন, তখন বৈধভাবেই যাবেন। তাই বৈধ অভিবাসীদের বিষয়ে বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে কোনও ভিন্নমত নেই। কিন্তু সেখানে আমাদের দেশের কতজন নাগরিক অবৈধভাবে আছেন, তা স্পষ্ট নয়।’

সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রে বসবাসকারী আমাদের কোনও নাগরিক যদি কোনও ধরনের ক্ষতি শিকারের আশঙ্কায় থাকেন, তাহলে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেব।’  তিনি বলেন, ‘নির্বাচনের আগে অনেক রকমের কথা হয়, কিন্তু তা সার্বিকভাবে বাস্তবায়ন বিভিন্ন কারণে সম্ভব হয় না। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী অনেক। সেক্ষেত্রে এটি দেখার বিষয়, তারা বিষয়টি নিয়ে কিভাবে অগ্রসর হয়। তবে আমাদের নাগরিকদের স্বার্থ সংরক্ষণে আমরা কাজ করব।’ 

সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, একে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বিজ্ঞান ও প্রযুক্তবিষয়ক সম্পাদক আবদুস সবুর, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য বি এম রিয়াজুল কবীর কাওসার, আনোয়ার হোসেন প্রমুখ।

/পিএইচসি/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক মাসের মধ্যে চালু হচ্ছে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহতদের জন্য হাসপাতাল
এক মাসের মধ্যে চালু হচ্ছে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহতদের জন্য হাসপাতাল
চলতি বছর সৌদিতে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
চলতি বছর সৌদিতে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
কিশোরগঞ্জে নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করবে র‍্যাব
কিশোরগঞ্জে নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করবে র‍্যাব
শেখ হাসিনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে হবে: পরশ
শেখ হাসিনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে হবে: পরশ
সর্বাধিক পঠিত
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি