X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘নেতা তৈরির শিক্ষক ছিলেন মোহাম্মদ নাসিম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২১, ১৭:২৫আপডেট : ১৪ জুন ২০২১, ১৭:২৫

আওয়ামী লীগের প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম ‘নতুন নেতৃত্ব তৈরির শিক্ষক ছিলেন’ উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, ‘রাজনীতিতে মোহাম্মদ নাসিমের মতো নেতৃত্বের অভাব আছে।’

সোমবার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিমকে নিজের একজন অভিভাবক হিসেবে উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তিনি ছিলেন বটবৃক্ষের মতো, যার কাছে আশ্রয় পাওয়া যেতো, তিনি সবাইকে ধারণ করে রাখতেন। কীভাবে নেতা তৈরি করতে হয়, তা তিনি জানতেন। তিনি নেতা তৈরির শিক্ষক ছিলেন, যেন একটি প্রতিষ্ঠান। আর দলের আন্দোলন-সংগ্রাম কীভাবে তৈরি হয়, সেটিও খুব ভালো জানতেন। সব মিলিয়ে বলা যায়, আমাদের জন্য একজন প্রধান সেনানায়ক ছিলেন মোহাম্মদ নাসিম।

বিএনপি সরকারের সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামের কথা তুলে ধরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সে সময় দলের অনেক নেতাকর্মীরাই সামনে থেকে সরে গেলেও মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরীরা সবসময় ছিলেন সামনের সারিতে। দলকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, দলের মানুষগুলোকে কীভাবে একত্রিত করে সংগ্রাম চালিয়ে যাওয়া যায়, সেগুলো তাদের মতো করে আর কারো কাছ থেকে শেখা সম্ভব নয়। এছাড়া বিভিন্ন মন্তব্য, কথা, সংসদে বিভিন্ন বিল উপস্থাপনসহ সব কিছুতেই তিনি ছিলেন পরিপাটি একজন মানুষ।

স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি সাব্বির আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা অ্যাড. বলরাম পোদ্দার প্রমুখ।

/এসএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা উইমেনস ম্যারাথন অনুষ্ঠিত হবে ২৪ মে
ঢাকা উইমেনস ম্যারাথন অনুষ্ঠিত হবে ২৪ মে
রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিলো ইসরায়েলি বাহিনী
রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিলো ইসরায়েলি বাহিনী
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র