X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ইডেন কলেজে ছাত্রলীগের সংবাদ সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ঢাবি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২২, ২০:১৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৯

রাজধানীর ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে সিট বাণিজ্য, অন্য নেত্রীদের হেনস্তার অভিযোগ তুলে ব্যবস্থার নেওয়ার দাবি জানিয়ে ২৫ নেত্রী সংবাদ সম্মেলন করেন দুপুরে। এরপর অভিযুক্তরা বিকালে সংবাদ সম্মেলন করতে গেলে দুই গ্রুপে সংঘর্ষ হয়। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন। 

রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। প্রায় একঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এতে উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় সভাপতি তামান্না জেসমিন রিভা আহত হন। তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে বিদ্রোহীরা অ্যাম্বুলেন্স বের হতে দেয়নি। পরে শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাকে হাসপাতালে পাঠান। ইডেন কলেজে ছাত্রলীগের সংবাদ সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ

তামান্না জেসমিন রিভা ও যুগ্ম সাধারণ সম্পাদক ঋতু আক্তারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নিয়ে আসা কামরুল নাহার জ্যোতি (১ নম্বর সাংগঠনিক সম্পাদক) জানান, আজ আমরা সন্ধ্যায় সংবাদ সম্মেলন করার সময় সহ-সভাপতি গ্রুপের অনেকে আমাদের ওপর চেয়ার ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে কলেজ ছাত্রলীগের সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক আহত হন। চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত দুই জন জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। জরুরি বিভাগের চিকিৎসক মেডিক্যাল অফিসার জানিয়েছেন, তাদের অবস্থা গুরুতর নয়।

এর আগে, গতকাল শনিবার রাতে গণমাধ্যমে কথা বলার কারণে রাজধানীর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধর করার অভিযোগ ওঠে তামান্না জেসমিন রিভা ও রাজিয়া সুলতানার বিরুদ্ধে। ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌসীর অভিযোগ, তিনি হলের বাইরে থাকা অবস্থায় হলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা তার রুমে ঝামেলা করে। পরে তিনি কলেজ ক্যাম্পাসে এলে তাকে মারধর করা হয়। এই ঘটনায় আজ রবিবার দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এরপর দুপুর সাড়ে ১২টায় তদন্ত কমিটির সদস্য, কলেজ ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদককে ইডেনে অবাঞ্ছিত ঘোষণা করেন বিদ্রোহীরা। বিকালে সভাপতি ও সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলন করার চেষ্টা করেন। এসময় দুই পক্ষে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে সহ-সভাপতি গ্রুপ (বিদ্রোহীরা) হামলা শুরু করে। এরপর দুইপক্ষের সংঘর্ষ শুরু হয়।

এ বিষয়ে জানতে ফোন করা হলে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কল রিসিভ করেননি। ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভাট্টাচার্যও কল রিসিভ করেননি। 

আরও পড়ুন- 

ইডেন কলেজ ছাত্রলীগের ২৫ নেত্রীর পদত্যাগের হুমকি

মাঝরাতে উত্তপ্ত ইডেন কলেজ: ছাত্রলীগের তদন্ত কমিটি

দুই গ্রুপের কোন্দলে মধ্যরাতে উত্তপ্ত ইডেন কলেজ

 

/এসও/এআরআর/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
শেখ হাসিনার সঙ্গে মিটিংয়ের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতেই পাকিস্তান ছাড়বে রিশাদ-নাহিদরা: ফারুক
রাতেই পাকিস্তান ছাড়বে রিশাদ-নাহিদরা: ফারুক
বিক্ষোভকারীদের ওপর ‘ঠান্ডা পানি স্প্রে’ করছে সিটি করপোরেশন 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশবিক্ষোভকারীদের ওপর ‘ঠান্ডা পানি স্প্রে’ করছে সিটি করপোরেশন 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার প্রতিবেদন ১২ মে
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার প্রতিবেদন ১২ মে
পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ