X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘খালেদা জিয়ার কথায় দেশতো দূরের কথা, বিএনপিই চলে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২২, ১৯:৩৫আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ২০:০৭

আগামী ১০ ডিসেম্বরের পর ‘দেশ চলবে খালেদা জিয়ার কথায়—বিএনপি নেতাদের এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। তিনি বলেছেন, ‘বিএনপি ও বিএনপির নেতাকর্মীরাই তো তার (খালেদা জিয়া) কথায় চলে না। কারণ, বিএনপি নেতাকর্মীদের বিবেকও তো নাড়া দেওয়ার কথা, খালেদা জিয়া ও তারেক রহমান দুর্নীতিবাজ। কোনও বিবেকবান মানুষ দুর্নীতিবাজের কথায় চলতে পারে না। আর মানবতার মা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা, মেধা ও দক্ষতায় সেরা। এ কারণে দেশের মানুষ তার নেতৃত্বেই একমাত্র ঐক্যবদ্ধ।’

শুক্রবার (৪ নভেম্বর) শরীয়তপুরের নড়িয়ার ভূমখাড়া ইউনিয়ন উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘এতিমের টাকা মেরে খাওয়ার’ দায়ে বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় জেলের পরিবর্তে খালেদা জিয়া এখন বাসায় আছেন। তার ছেলে সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান বিদেশে পলাতক। খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। তার কথায় নাকি আগামী ১০ ডিসেম্বরের পর দেশ চলবে! বিএনপি নেতাকর্মীদের এমন উদ্ভট বক্তব্যে দেশের মানুষের মাঝে হাস্যরস সৃষ্টি হয়েছে।’

উপমন্ত্রী আরও বলেন, ‘আগামী নির্বাচনকে ঘিরে বিএনপি জনসভা ও সমাবেশের নামে যতই চক্রান্তের জাল বুনুক না কেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে নির্বাচনে পরাজিত করা সম্ভব নয়।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে হলে জনগণের সেবা করে তাদের মন জয় করেই বিজয়ী হওয়া যায়। জনবিচ্ছিন্ন বিএনপি তাই তো জনগণের রায় ছাড়াই কীভাবে ক্ষমতায় যাওয়া যায়, সেই ফন্দি আঁটছে। এই ভ্রান্ত পথ দেশের জনগণের কাছেও হাস্যকর মনে হচ্ছে। বিএনপির ক্ষমতায় যেতে হলে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। তাই তো বিএনপি যদি নির্বাচনে বিজয়ী হতে চায় তবে সংঘাত ও ভ্রান্ত পথ পরিহার করে এখন থেকেই জনস্বার্থে দেশের আগামীর সংকট মোকাবিলায় সাধারণ মানুষের পাশে থেকে তাদের অনুকম্পার ওপর নির্ভর করতে হবে।’ 

ভূমখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সহ-সভাপতি আব্দুল ওহাব বেপারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদউজ্জামান, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাড. আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, নড়িয়া থানার ওসি মো. হাফিজুর রহমান প্রমুখ।

/এসটিএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
অপরাজনীতির কারণে বিএনপি গণধিক্কৃত দলে পরিণত হয়েছে: এনামুল হক শামীম
সুনামগঞ্জে পাউবো কর্মকর্তাদের ছুটি বাতিল
শিক্ষা বাজেট ২০২১-২০২২: বড় বাজেটে সীমিত বরাদ্দ
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি