X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

১০ ডিসেম্বর আ.লীগের দখলে থাকবে রাজপথ: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২২, ২১:০২আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ২১:০২

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ। বাংলাদেশ আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগকে শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাবে। দেশকে রাজাকার-আলবদরের হাতে তুলে দেওয়া যাবে না।

সোমবার (৫ ডিসেম্বর) রংপুরের পীরগাছা উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ কাউকে ছেড়ে দেয়নি। আগামী ১০ তারিখ রাজপথ আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে থাকবে। ওই দিন বিএনপি-জামায়াতকে রাজপথে খুঁজে পাওয়া যাবে না।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  রেজাউল করিম রাজু।

পীরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন— জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোজী রহমান, আব্দুল হাকিম সরদার, সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, মজনু মিয়া ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদকরা।

বর্ধিত সভায় আগামী এক মাসের মধ্যে উপজেলার ৯টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের বিষয় আলোচনা এবং উপজেলা ছাত্রলীগ ও কৃষকলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় দেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হচ্ছে। তিনি দেশের দুস্থ ও অসহায় মানুষ এবং দরিদ্রসীমার নিচে যারা বাস করেন, তাদের নিয়ে চিন্তা করেন। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা, স্কুলের ছাত্রীদের উপবৃত্তি, রেশন কার্ড, টিসিবির মাধ্যমে সাশ্রয়ীমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য, অন্তঃস্বত্ত্বা নারীদের জন্য ভাতাসহ দুস্থ ও অসহায় মানুষদের আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন।’

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
টিপু মুনশিকে সভাপতি করে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন
চিনির দাম আর বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
এবার সারা দেশে প্রতিযোগিতামূলক নির্বাচন হবে: টিপু মুনশি
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়