X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিএনপির রাজনীতির কবর হবে: আমু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৩, ১৭:১০আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৭:১০

জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপিকেও ‘স্বাধীনতাবিরোধী শক্তি’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, নতুন প্রজন্ম যখন ইতিহাস জানবে তাদের মাধ্যমে সারা দেশের মানুষ জেগে উঠবে। বিএনপিকে ঘৃণা করবে। তাদের রাজনীতির কবর হবে।

শনিবার (২৫ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ২৫ মার্চের কালরাত্রি স্মরণে যুবলীগের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে যেমন সাড়ে সাত কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনই শেখ হাসিনার ডাকে ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এগিয়ে যাবে।’

গণহত্যা দিবসের স্বীকৃতি আওয়ামী লীগ সরকার দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটি সংসদে পাস করতে হবে। একাত্তরের বধ্যভূমিগুলো চিহ্নিত করে সংরক্ষণে কাজ চালিয়ে যাচ্ছে সরকার।’

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ১৪ দলের এই মুখপাত্র বলেন, ‘কেউ কোনোদিন চিন্তা করে নাই এ দেশে যুদ্ধাপরাধীদের বিচার হবে। কিন্তু শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করে আলোড়ন সৃষ্টি করেছেন। সঠিকভাবে বিচার করার মধ্যে দিয়ে রাজাকারেরা চিহ্নিত হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার প্রাণনাশের চেষ্টার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘রাজনৈতিক কারণে তাকে বারবার হত্যার চেষ্টা চালানো হয়েছে। একাত্তরের পরাজিত শক্তিরা তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে তার প্রতি আক্রমণ করে। শেখ হাসিনা বিদেশে থাকায় পঁচাত্তরে হত্যা করতে পারেনি। তার বিরুদ্ধে যড়যন্ত্র ব্যক্তির বিরুদ্ধে নয়, দলের বিরুদ্ধে নয়, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে।’

যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ইতিহাসবিদ মুনতাসীর মামুন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল প্রমুখ।

 

 

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
নির্বাচন কমিশনে গিয়ে শোকজের জবাব দিলেন আমির হোসেন আমু
আমির হোসেন আমুকে ইসির শোকজ
শেখ মনি ছিলেন রাজনীতির গতিধারা বদলের পুরোধা নেতৃত্ব: আমু
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা