X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

পুরান ঢাকায় যুবলীগ-ছাত্রলীগ হাতাহাতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০১ নভেম্বর ২০২৩, ১৬:৩০আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৬:৩০

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সঙ্গে মহানগর যুবলীগের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হন। তাদের মধ্যে ছাত্রলীগের চার জন ও যুবলীগের একজন। বুধবার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহাদুর শাহ পার্কে মহানগর যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশ চলছিল। এসময় পার্কের ক্যাফেটেরিয়ায় যুবলীগের কয়েকজন কর্মীর সঙ্গে জবি ছাত্রলীগের কিছু কর্মীর কথা-কাটাকাটি হয়। এর জেরে যুবলীগের কর্মীদের ধাওয়া দিয়ে হামলা করে ছাত্রলীগের কর্মীরা। ধাওয়া দিয়ে পার্কের বেদির দিকে সমাবেশের জায়গায় নিয়ে যায়। এসময় যুবলীগের কর্মীদের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের হাতাহাতি হয়।

পুরান ঢাকায় ছাত্রলীগ-যুবলীগের মধ্যে সংঘর্ষ

পরে ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের পাঁচ জন আহত হন। সমাবেশের জন্য আনা চেয়ারে ভাঙচুর চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর জবি ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজি ও সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন এসে ছাত্রলীগের নেতাকর্মীদের সরিয়ে ক্যাম্পাসে নিয়ে যান।

ঘটনাস্থলে উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণের ৩৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রমজান বলেন, তুচ্ছ একটা ঘটনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অতিরঞ্জিত করেছে। সেজন্য ঝামেলা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের কর্মীরা মহানগর যুবলীগের ওপর হামলা চালাতে আসে

এবিষয়ে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস. এম আকতার হোসাইন বলেন, আমরা স্বাধীনতাবিরোধী অপশক্তি মনে করে সেখানে গিয়েছিলাম। যাওয়ার পর দেখি যুবলীগের বড় ভাইয়েরা সমাবেশ করছে।  এরপর আমরা সেখান থেকে চলে আসি। কোনও ঝামেলা হয়নি। আর আমাদের কেউ আহতও হয়নি।

জবি ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজি বলেন, এখানে কোনও ঝামেলা হয়নি। ছোট একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে আমরা কুশল বিনিময় করে চলে এসেছিল।

ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালি থানার ওসি শাহীনুর রহমান বলেন, স্থানীয় যুবলীগ ও জগন্নাথ ছাত্রলীগের মধ্যে সামান্য ঝামেলা হয়েছে। ওটা মিটমাটও হয়ে গেছে।

/এফএস/
সম্পর্কিত
ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
খুলনায় মহিলা আ.লীগ নেত্রী গ্রেফতার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব বিটুসহ কারাগারে ৩
শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব বিটুসহ কারাগারে ৩
অতিরিক্ত ঘাম কমাতে এই ১১ টিপস মেনে চলুন
অতিরিক্ত ঘাম কমাতে এই ১১ টিপস মেনে চলুন
এক মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস
গাজায় যুদ্ধবিরতির চেষ্টাএক মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক