X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

আ.লীগের প্রার্থী ২৬৩ আসনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৩, ২০:৫৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ২১:০৯

জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ২৬৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি জোটভুক্ত দলের ছয় জন প্রার্থী নৌকা প্রতীকে ভোট করছেন। সব মিলিয়ে দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৬৯টি আসনে থাকছে নৌকা প্রতীক। অপরদিকে জাতীয় পার্টিকে ছাড় দেওয়ার কারণে ২৬টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। বাকি ৫টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রার্থিতা নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বাতিল হয়েছে।

৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৮টি আসনে প্রার্থী মনোনয়ন দেয় আওয়ামী লীগ। এদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে চার জনের প্রার্থিতা বাতিল হয়। পরে ইসির কাছে আপিলে তাদের মধ্যে দুই জনের প্রার্থিতা ফেরত আসে। পাশাপাশি আপিলে নতুন করে বাতিল হয় আরও তিন জনের। সব মিলিয়ে পাঁচ জনের প্রার্থিতা বাতিল হয়। তারা হলেন– যশোর-৪ আসনের এনামুল হক বাবুল, বরিশাল-৪ আসনের শাম্মী আহমেদ, ফরিদপুর-৩ আসনের শামীম হক, ময়মনসিংহ-৯ আসনের আব্দুস সালাম ও কক্সবাজার-১ আসনের মো. সালাহ উদ্দীন আহমেদ। ফলে এই ৫টি আসনে এই মুহূর্তে আওয়ামী লীগের কোনও প্রার্থী নেই। তবে ইসির সিদ্ধান্তে বাতিল হওয়াদের কয়েকজন উচ্চ আদালতে আপিল করেছেন। আপিলে তাদের কারও প্রার্থিতা ফেরত এলে নির্বাচনের মাঠে যুক্ত হবেন।

জাতীয় পার্টিকে ২৬টি ও ১৪ দলীয় জোটের শরিকদের ৬টিসহ ৩২টি আসন ছেড়ে দেওয়ায় এখন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা নিয়ে ভোট করবেন ২৬৩ জন। ফলে এবারের নির্বাচনে ৩৭টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী থাকছে না, যদিও প্রায় সব আসনেই স্বতন্ত্র হিসেবে নির্বাচনে দাঁড়ানো আওয়ামী লীগ নেতারা রয়েছেন।

এদিকে রবিবার (১৭ ডিসেম্বর) বিকালে ইসিতে আসন ছাড়ের চিঠি হস্তান্তরের পর আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, জাতীয় পার্টিকে ২৬টি এবং ১৪ দলের শরিকদের ছয়টি আসন ছেড়ে দিয়ে তারা ২৬৩ আসনে ভোট করছে। ১৪ দলের শরিকদের যে ছয়টি আসন ছেড়ে দেওয়া হয়েছে, তারাও ভোট করবেন নৌকা প্রতীকে। ফলে নৌকা প্রতীক নিয়ে ভোটে থাকছেন মোট ২৬৯ জন। অন্যদিকে জাতীয় পার্টি যে ২৬টি আসনে ছাড় পেয়েছে, সেখানে তারা দলীয় প্রতীক লাঙ্গল নিয়েই ভোট করবেন।

উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন ২৫৮ জন।

আরও পড়ুন- ২৬ আসনে ছাড় পেলো জাতীয় পার্টি

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ