X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

ব্যর্থতার দায়ে ঢাকা-১৩ আসনের আ.লীগের ২৭ কমিটি বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ জুলাই ২০২৪, ২৩:৪৩আপডেট : ২৫ জুলাই ২০২৪, ২৩:৪৩

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা-১৩ আসনের (মোহাম্মদপুর, বসিলা) এলাকার তিন থানা এবং আট ওয়ার্ডের অন্তর্গত আওয়ামী লীগের ২৭ ইউনিটের কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনের সময় টানা কয়েকদিন সহিংসতা হয় ঢাকা-১৩ আসনের বিভিন্ন এলাকায়। আওয়ামী লীগের পক্ষ থেকে মাঠে থাকার নির্দেশনা দেওয়ার পরও অনেকটাই নিষ্ক্রিয় দেখা গেছে স্থানীয় নেতাকর্মীদের। ফলে সেখানকার নেতাদের বিরুদ্ধে আন্দোলন মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ ওঠে দলের ভেতরে। আসনটির সংসদ সদস্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, সাম্প্রতিক আন্দোলন মোকাবিলায় নিষ্ক্রিয় থাকার কারণে ঢাকা-১৩ আসনের আওতাধীন তিন থানা ও আট ওয়ার্ডের অন্তর্ভুক্ত ২৭ ইউনিট কমিটি বিলুপ্ত করা হয়েছে।

দলীয় সূত্রমতে, বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর থানা ও সেখানকার বিভিন্ন ওয়ার্ড নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক।

শেখ বজলুর রহমান জানান, ভেঙে দেওয়া ২৭টি ইউনিট কমিটি গঠনের জন্য সেপ্টেম্বর থেকে উদ্যোগ নেওয়া হবে। ওই তিন থানা ও আট ওয়ার্ডসহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সব থানা ও ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্রস্তাবিত নাম গত জুনে জমা দেওয়া হয়েছে।

তবে ঢাকা-১৩ সংসদীয় আসনের তিন থানা ও ওয়ার্ডগুলোর প্রস্তাবিত কমিটির নেতাদেরও আন্দোলন মোকাবিলায় মাঠে দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
আ.লীগ নিষিদ্ধে জনগণ যদি-কিন্তু শুনতে চায় না: হাসনাত আব্দুল্লাহ
আগামী নির্বাচনের ব্যালটে নৌকা প্রতীক থাকতে পারবে না: সারোয়ার তুষার
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
সর্বশেষ খবর
নারী সংস্কার কমিশনের সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
নারী সংস্কার কমিশনের সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
যেসব দেশে গণমাধ্যম স্বাধীন, সেসব দেশে দুর্ভিক্ষ হয় না: তামিজী
যেসব দেশে গণমাধ্যম স্বাধীন, সেসব দেশে দুর্ভিক্ষ হয় না: তামিজী
‘মানবিক করিডর’ বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ
‘মানবিক করিডর’ বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ
ভারতের হাতে পাক রেঞ্জার গ্রেফতার, নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন
ভারতের হাতে পাক রেঞ্জার গ্রেফতার, নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!