X
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১

ব্যর্থতার দায়ে ঢাকা-১৩ আসনের আ.লীগের ২৭ কমিটি বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ জুলাই ২০২৪, ২৩:৪৩আপডেট : ২৫ জুলাই ২০২৪, ২৩:৪৩

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা-১৩ আসনের (মোহাম্মদপুর, বসিলা) এলাকার তিন থানা এবং আট ওয়ার্ডের অন্তর্গত আওয়ামী লীগের ২৭ ইউনিটের কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনের সময় টানা কয়েকদিন সহিংসতা হয় ঢাকা-১৩ আসনের বিভিন্ন এলাকায়। আওয়ামী লীগের পক্ষ থেকে মাঠে থাকার নির্দেশনা দেওয়ার পরও অনেকটাই নিষ্ক্রিয় দেখা গেছে স্থানীয় নেতাকর্মীদের। ফলে সেখানকার নেতাদের বিরুদ্ধে আন্দোলন মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ ওঠে দলের ভেতরে। আসনটির সংসদ সদস্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, সাম্প্রতিক আন্দোলন মোকাবিলায় নিষ্ক্রিয় থাকার কারণে ঢাকা-১৩ আসনের আওতাধীন তিন থানা ও আট ওয়ার্ডের অন্তর্ভুক্ত ২৭ ইউনিট কমিটি বিলুপ্ত করা হয়েছে।

দলীয় সূত্রমতে, বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর থানা ও সেখানকার বিভিন্ন ওয়ার্ড নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক।

শেখ বজলুর রহমান জানান, ভেঙে দেওয়া ২৭টি ইউনিট কমিটি গঠনের জন্য সেপ্টেম্বর থেকে উদ্যোগ নেওয়া হবে। ওই তিন থানা ও আট ওয়ার্ডসহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সব থানা ও ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্রস্তাবিত নাম গত জুনে জমা দেওয়া হয়েছে।

তবে ঢাকা-১৩ সংসদীয় আসনের তিন থানা ও ওয়ার্ডগুলোর প্রস্তাবিত কমিটির নেতাদেরও আন্দোলন মোকাবিলায় মাঠে দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
যারা বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা-সাক্ষ্য দিয়েছে তারা অবশ্যই শাস্তি পাবে: মাসুদ সাঈদী
সাবেক এমপি ছানোয়ার ১৯ দিনের রিমান্ডে
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল
সর্বশেষ খবর
বাংলাদেশের ক্যাম্পে হামজা, ফাহমিদুল ইস্যুতে তাবিথের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা
বাংলাদেশের ক্যাম্পে হামজা, ফাহমিদুল ইস্যুতে তাবিথের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা
মসজিদে কুপিয়ে জখমের ঘটনায় আরেকজনের মৃত্যু, নিহত বেড়ে ৪
মসজিদে কুপিয়ে জখমের ঘটনায় আরেকজনের মৃত্যু, নিহত বেড়ে ৪
৩৭তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে তাছবীর ও নাছিম
৩৭তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে তাছবীর ও নাছিম
বিমানের মৌখিক পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক
বিমানের মৌখিক পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক
সর্বাধিক পঠিত
খুলছে উড়াল সেতু, এবার উত্তরের ঈদযাত্রা হবে স্বস্তির
খুলছে উড়াল সেতু, এবার উত্তরের ঈদযাত্রা হবে স্বস্তির
ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাদের নামে মামলা, ছাত্রদলের প্রতিবাদ
ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাদের নামে মামলা, ছাত্রদলের প্রতিবাদ
পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
খেলাপি ঋণের অর্ধেকের বেশি ৫ ব্যাংকে, ১৬টির মূলধন ঘাটতি
ঝুঁকির মুখে ব্যাংক খাতখেলাপি ঋণের অর্ধেকের বেশি ৫ ব্যাংকে, ১৬টির মূলধন ঘাটতি
জাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি, ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাজাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি, ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত