X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

‘ট্রাভেল ডকুমেন্ট হাতে থাকলে শেখ হাসিনার ভারতের ভিসার প্রয়োজন কী?’

দিল্লি প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৫, ০৯:৫১আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৫:৪৮

ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে’ বলে দিল্লির একটি প্রথম সারির দৈনিকে যে খবর প্রকাশ হয়েছে, তা কার্যত নাকচ করে দিয়েছেন দেশটির দায়িত্বশীল কর্মকর্তারা। ভারতের কেন্দ্রীয় সরকারের একাধিক নির্ভরযোগ্য সূত্র বাংলা ট্রিবিউনকে আভাস দিয়েছেন, শেখ হাসিনা এখন যে ‘স্ট্যাটাসে’ ভারতে রয়েছেন, তাতে তাকে ভারতের ‘ভিসা দেওয়া’ বা ‘ভিসার মেয়াদ বৃদ্ধি করা’র কোনও প্রয়োজন নেই— আর তাই সেটা করারও প্রশ্ন ওঠে না।

প্রসঙ্গত, সরকারিভাবে শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে ভারতে রয়েছেন, তা দিল্লি আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অন্তত কখনোই স্পষ্ট করেনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগাগোড়া শুধু এটুকুই বলে এসেছে যে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সুরক্ষার কারণে ‘সাময়িকভাবে’ ভারতে আসতে চেয়েছিলেন এবং তাকে সেই অনুমতি দেওয়া হয়েছিল।
 
তবে বেশ কয়েক মাস আগে বাংলা ট্রিবিউনই প্রথম রিপোর্ট করেছিল যে, শেখ হাসিনাকে ভারত সরকার একটি ‘ট্রাভেল ডকুমেন্ট’ বা টিডি ইস্যু করেছে। যার ফলে বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করে দিলেও তাতে ভারত থেকে তৃতীয় কোনও দেশে সফর করতে শেখ হাসিনার সমস্যা হবে না।

ভারতের জারি করা একটি নমুনা টিডি বা পরিচয়পত্র

ভারতে যে বেশ কয়েক লাখ তিব্বতি শরণার্থী থাকেন, তাদের মধ্যেও অনেকেই আজ পর্যন্ত ভারতের পাসপোর্ট নেননি। তারপরও তারা ভারত সরকারের জারি করা এই একই ধরনের ‘টিডি’ দিয়েই দুনিয়ার নানা দেশে অনায়াসে ঘুরে বেড়াতে পারেন।   
 
এই টিডি বা ট্রাভেল ডকুমেন্ট এমন একটি নথি, যা হাতে থাকলে যে দেশ সেটি জারি করেছে সেখানে থাকার জন্য তার আলাদা করে কোনও ভিসার প্রয়োজন হয় না। কারণ কার্যত এটি সে দেশের পাসপোর্টের মতোই কাজ করে।
 
এ কারণেই দিল্লিতে একটি তথ্যাভিজ্ঞ সূত্র বলছেন, ‘যদি ধরে নিই শেখ হাসিনাকে টিডি দেওয়া হয়েছে, তাহলে তাকে আলাদা করে ভিসা দিতে হবে কেন, বা ভিসার মেয়াদ বাড়াতে হবে কেন; সেটাই তো বোধগম্য নয়!’
 
তবে তিনি এটাও মনে করিয়ে দিচ্ছেন, শেখ হাসিনাকে টিডি দেওয়ার পাশাপাশি ভারত কিন্তু ‘লং টার্ম’ বা দীর্ঘমেয়াদি রেসিডেন্সি পারমিটও দিয়ে থাকতে পারে– যেটা কোনও বিদেশিকে ভারতের মাটিতে টানা দীর্ঘ সময় বসবাসের অনুমতি দেয়।
 
‘যেটাই হোক, সহজ যুক্তি বলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে তাকে ভিসা দেওয়ার বা ভিসার মেয়াদ বাড়ানোর কোনও দরকারই নেই’ বলছিলেন ওই সূত্রটি। 

এর আগে বুধবার (৮ জানুয়ারি) ভারতের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ‘দ্য হিন্দুস্তান টাইমস’ লিখেছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য বাংলাদেশ সরকারের অনুরোধের পটভূমিতে ভারত সরকার তার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে; যাতে তার ভারতে লম্বা সময় থাকতে কোনও অসুবিধা না হয়।
 
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তে জড়িত ছিল এবং তাদের অধীনস্থ স্থানীয় এফআরআরও-র (ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস) মাধ্যমেই এটি কার্যকর করা হয় বলে ওই খবরে দাবি করা হয়।

/ইউএস/
সম্পর্কিত
হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ করে আহতদের ওপর থুতু দিয়েছিলেন শেখ হাসিনা: অ্যাটর্নি জেনারেল
ওয়াশিংটন ডিসির সঙ্গে শুল্ক আরোপ নিয়ে আলোচনা অব্যাহত রেখেছে ঢাকা
স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পাট-বস্ত্র-সুতার পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’