X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

জিয়ার মাজার সরানোর ষড়যন্ত্র টিকবে না: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৬, ১৫:০৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৬:২৩

 মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সরকার জিয়াউর রহমানের মাজার সরানোর জন্য যে ষড়যন্ত্র করছে তা টিকবে না, বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সিরডাপ মিলনায়তনে ‘ব্যারিস্টার্স ফর চেইঞ্জ’ কর্তৃক আয়োজিত ‘বর্তমান শাসনামলে সাম্প্রদায়িক উগ্রবাদ ও আইনের শাসন বিষয়ক আলোচনা সভা’য় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফখরুল বলেন, ‘যিনি দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, দেশের জন্য নিবেদিত ছিলেন, সেই জিয়ার মাজার সরানোর যে ষড়যন্ত্র করছেন তা করতে পারেন। আপনাদের হাতে ক্ষমতা। কিন্তু সেই ষড়যন্ত্র টিকিয়ে রাখতে পারবেন না, ষড়যন্ত্র সফল হবে না। মানুষের মাঝে যে জিয়া আছে তাকে সারা জীবনেও সরানো যাবে না।’
দেশে আইনের কোনও শাসন নেই মন্তব্য করে তিনি বলেন, ‘বর্তমানে আইনের শাসনের নামে মানুষের ওপর নির্যাতন, অত্যাচার, জুলুম চলছে। আইন করা হয়েছে দলের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে নয়। এ সরকার নিজেদের ইচ্ছে মত আইন প্রণয়ন করছে। যখনই কোনও আইন তাদের বিপক্ষে যায় তখনই সেটা পরিবর্তন করে।’
আওয়ামী লীগ পুলিশ কলেজে ঢুকে একজন শিক্ষককে পিটিয়ে মেরে ফেলছে, আইনশৃঙ্খলা বাহিনী আইনজীবীদের পিটিয়ে হত্যা করে মামলা দিয়ে কারাগারে পাঠাচ্ছে, বলেও এসময় ক্ষোভ প্রকাশ করেন ফখরুল।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘একসময় যিনি শেখ মুজিবুর রহমানকে হত্যা ও উৎখাতের জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন তিনি এখন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগ কোথায়? তাদের দলে কি তথ্যমন্ত্রী হওয়ার কেউ নেই।’

নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এমন মন্তব্য করে ফখরুল আরও বলেন, ‘মামলা দিয়ে বেগম খালেদা জিয়া দমিয়ে রাখা যাবে না।’

ব্যারিস্টার আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন, আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া প্রমুখ।

/এসটিএস/আরএআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
সোনার দাম১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ মে
আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ মে
বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ