X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে আশ্বাস দিয়েছেন আইজিপি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৭, ১০:১৫আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১০:৪০

খালেদা জিয়া (ফাইল ছবি) মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিতে কিছুক্ষণের মধ্যে কক্সবাজারের উদ্দেশে রওনা দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই সফরে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসনের বাড়ির সামনে সাংবাদিকদের এ খবর জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘পুলিশের মহাপরিদর্শক আমাদের আশ্বস্ত করেছেন, বিএনপি চেয়ারপারসনের যে নিরাপত্তা তা নিশ্চিত করবেন তারা। একইসঙ্গে তার এই সফর যেন সুন্দরভাবে সম্পন্ন হয় সেক্ষেত্রেও তাদের সহযোগিতা থাকবে।’
শরণার্থীদের ত্রাণ সহায়তা দিতে যাওয়ার সময় পথিমধ্যে সরকারের সব ধরনের সহযোগিতা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। তার ভাষ্য— ‘দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী চিকিৎসা শেষে বিদেশ থেকে আসার পরই সিদ্ধান্ত নিয়েছেন রোহিঙ্গাদের দেখতে যাবেন ও ত্রাণ বিতরণ করবেন। তার এই সিদ্ধান্ত নেতাকর্মীদের মধ্যে অত্যন্ত আশার সৃষ্টি করেছে।’

খালেদা জিয়ার সফর শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে তার বাড়ির বাইরে আসেন মির্জা ফখরুল। তিনি বলেছেন, ‘আশা করি, আমাদের দলের নেতাকর্মীরা দীর্ঘদিন পর তাদের নেত্রীকে সামনে থেকে দেখবেন। বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে দলের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাবেন। এ পর্যায়ে জেলা পর্যায়ের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

এ সময় আরও ছিলেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুলু ও বরকতউল্লাহ বুলু।

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো আম ব্যবসায়ীর
সড়কে প্রাণ গেলো আম ব্যবসায়ীর
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
দেশের ৪২ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ, বিস্তারের শঙ্কা
দেশের ৪২ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ, বিস্তারের শঙ্কা
নিজঘরে নারীর মরদেহ, স্বামী পলাতক
নিজঘরে নারীর মরদেহ, স্বামী পলাতক
সর্বাধিক পঠিত
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
বিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা
যুগপৎ ধারায় আসবে নতুন কর্মসূচিবিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা