X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

করোনা আক্রান্ত মন্ত্রী-এমপিরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২০, ১৪:৫৮আপডেট : ১৫ জুন ২০২০, ১৫:১৩

হারুন উর রশীদ

করোনায় আক্রান্ত মন্ত্রী-এমপিরা সরকারি কোনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্য হারুন উর রশীদ। তিনি বলেন, ‘আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ভারতমুখী হয়ে গেছে। গত ১০ বছরে বাংলাদেশ থেকে চার কোটির অধিক মানুষ চিকিৎসার জন্য ভারতে গেছেন। এই সত্য কথাগুলো বলার জন্য সংসদে এসেছি।’ 

সোমবার (১৫ জুন) সকালে জাতীয় সংসদে চলতি ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। 

তিনি বলেন, ‘সরকারের মন্ত্রী-এমপিরা কোভিডে আক্রান্ত হলে সরকারি হাসপাতালে যাচ্ছেন না। তারা সিএমএইচে বা প্রাইভেট হাসপাতালে যাচ্ছেন।  আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে একেবারেই ভঙ্গুর, একেবারে ধ্বংস হয়ে গেছে, আজকে এটিই তার প্রমাণ।’

নিজের নির্বাচনি এলাকায় চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালে চিত্র তুলে ধরে হারুন বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল ২০১১ সালে ১০০ শয্যা থেকে আড়াইশ’ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবকাঠামো নির্মিত হয়েছে। এখানে এখন পর্যন্ত কোনও জনগণ নাই। ১০০ বেডের লোকবল নিয়ে কাজ চলছে। সেখানে অক্সিজেনের সিস্টেমও নেই।

তিনি বলেন, ‘দেশের তিনটি স্পেশালাইজড হাসপাতাল। সেখানে করোনার কোনও চিকিৎসা করা হচ্ছে না। আইসিইউ ব্যবহার করা হয়নি। এখনও পরীক্ষা-নিরীক্ষা নাই। অথচ গণস্বাস্থ্যের মতো একটি প্রতিষ্ঠান করোনার কিট উদ্ভাবন করেছে। সরকার এখন পর্যন্ত সেটি অনুমোদন দিচ্ছে না। এটি কী কারণে হচ্ছে তার ব্যাখ্যা নেই। এটি অনুমোদন দিতে কেন এত সময় লাগছে? এটির প্রয়োজন আছে কিংবা নাই? আজকে যদি আমরা এই স্বল্প মূল্যের কিট উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে পারতাম তাহলে সবাই উপকৃত হতাম। গণস্বাস্থ্যের মতো একটি প্রতিষ্ঠান যদি এ ধরনের কিছু তৈরি করতে পারে তাহলে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কী কাজ হচ্ছে?’ 

বিএনপির এই এমপি বলেন, ‘এটি সমালোচনা আলোচনার বিষয় নয়। এই অবস্থা থেকে আমরা কীভাবে মোকাবিলা করবো সেজন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। সরকারের উন্নয়ন ব্যয় হ্রাস করতে হবে। সরকারের উন্নয়ন ব্যয় হ্রাস করে আজকে মানুষের জীবন এবং জীবিকার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।’

/ইএইচএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
আ. লীগের দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান
পুলিশের গাড়ি থেকে বিএনপি প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণ
দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা: রিজভী
সর্বশেষ খবর
পঞ্চগড় সীমান্তে আবারও ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ
পঞ্চগড় সীমান্তে আবারও ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ
‘ভাইরাল আলভি’সহ গ্রেফতার ৪ জন কারাগারে
‘ভাইরাল আলভি’সহ গ্রেফতার ৪ জন কারাগারে
আ. লীগের দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান
আ. লীগের দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান
তালেবানের সঙ্গে রাশিয়ার সম্পর্কোন্নয়নকে স্বাগত জানাল চীন
তালেবানের সঙ্গে রাশিয়ার সম্পর্কোন্নয়নকে স্বাগত জানাল চীন
সর্বাধিক পঠিত
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম