X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া করোনা পজিটিভ, দোয়া কামনা বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২১, ১৬:৫৯আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৭:৩৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল নমুনা নেওয়া হয়েছে। আজ রিপোর্ট পজিটিভ এসেছে। দেশবাসীকে আহ্বান জানাবো, খালেদা জিয়াও আহ্বান জানিয়েছেন তার রোগমুক্তির জন্য দোয়া করেন। দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে, খালেদা জিয়ার রোগমুক্তির জন্য পরম করুণাময়ের কাছে দোয়া চাইবেন। স্বাস্থ্যবিধি মেনে দোয়া করবেন।’

রবিবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে চারটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল। এ সময় তিনি বলেন, ‘তিনি (খালেদা জিয়া) সম্পূর্ণ স্টেবল আছেন। চিকিৎসা শুরু হয়েছে ইতোমধ্যে। ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন তিনি।’

খালেদা জিয়ার সহকারী ফাতেমার করোনা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমি তাদের খবরা-খবর জানি না, বলতে পারবো না।’

সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, ‘দেশনেত্রীর করোনা পরীক্ষা করানো হয়েছে। আইসিডিডিআর,বি-তে নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছিল। সেই টেস্ট পজিটিভ এসেছে। সর্বশেষ যে পরিস্থিতি, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়েছে। তিনি স্টেবল আছেন। ভালো আছেন। অন্য কোনও উপসর্গ নেই। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে, রবিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। গতকাল শনিবার (১০ এপ্রিল) বিকালে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। রবিবার (১১ এপ্রিল) তার রিপোর্ট পজিটিভ আসে। আইসিডিডিআর,বি’র ল্যাবরেটরিতে তার করোনা পরীক্ষা করানো হয়। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই রিপোর্ট শতভাগ সত্য।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজায় কারাদণ্ড হয় খালেদা জিয়ার। ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে তার মুক্তি হয় ছয় মাসের। পরে ওই বছরের সেপ্টেম্বরে মুক্তির সময় আরও ছয় মাস বাড়ায় সরকার। এ বছরের মার্চে তৃতীয়বারের মতো ছয় মাসের মেয়াদ বাড়ানো হয়।

/এসটিএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী