বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমেদ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৯ জুন) রাতে দলের দফতর থেকে দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুষ্পষ্ট অভিযোগে শফি আহমেদ চৌধুরীকে নির্বাহী কমিটির সদস্য পদ ও দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক দলের সিদ্ধান্ত ও শৃঙ্খলা অমান্য করার পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন শফি আহমেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। উক্ত নোটিশের জবাবে তার বক্তব্য গ্রহণযোগ্য ও সন্তোষজনক না হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে অংশ নিতে গত ১৫ জুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা।