X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে জোট ছেড়েছে জমিয়ত: নজরুল ইসলাম খান

সালমান তারেক শাকিল
১৪ জুলাই ২০২১, ১৮:৩১আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৯:০১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে এসে বুধবার (১৪ জুলাই) দুপুরে জোট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জমিয়ত, এমন দাবি করেছেন বিএনপি জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। এদিন বিকালে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে এ কথা জানান বিএনপির এই নেতা।

এর আগে, বুধবার দুপুরে জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের একাংশ বিএনপির নেতৃত্বাধীন জোট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানায়। দলটির ভারপ্রাপ্ত মহাসচিবের অভিযোগ—জোটের শরিক দলের যথাযথ মূল্যায়ন না করা, শরিকদের সঙ্গে পরামর্শ না করেই উপনির্বাচন এককভাবে বর্জন করা, আলেমদের গ্রেফতারের প্রতিবাদ না করা, প্রয়াত জমিয়ত মহাসচিব নূর হোসেন কাসেমীর মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে সমবেদনা না জানানো এবং তার জানাজায় শরিক না হওয়ার কারণেই জোট ছাড়তে হচ্ছে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা কিছুক্ষণ আগে জেনেছি জমিয়ত একটি সংবাদ সম্মেলন করে জোট ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। তারা তো এর খানিকক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। এখন বুঝে নেন কেন তারা জোট ছেড়েছে।’

সংবাদ সম্মেলনে জমিয়তের নেতারা নজরুল ইসলাম খান বলেন, ‘বুঝা যায় যে তাদের অনেকে গ্রেফতার আছেন, মাদ্রাসা খুলতে পারছেন না, এরকম নানা কারণে তারা… এ নিয়ে বিস্তারিত বলার সুযোগ নেই এখন।’

জমিয়তের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ‘এটা ঠিক না, জোটের কার্যক্রম, জোটের সিদ্ধান্ত সবই শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে হয়। তবে এতে যদি তাদের নেতাদের মুক্তি হয়, তারা যে বিপদে আছে… নেতাকর্মীরা মুক্ত হন, শিক্ষকরা মুক্তি পান, তাহলে বন্ধুপ্রতিম দল হিসেবে খুশিই হবো আমরা।’

এ বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করলে বাহাউদ্দিন জাকারিয়া মন্তব্য করতে রাজি হননি। তবে দলটির সিনিয়র এক নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জমিয়ত নেতাদের বৈঠকের বিষয়টি স্বীকার করলেও কখন বৈঠকটি হয়েছে তা জানাতে অস্বীকার করেন।

জমিয়তের অপর অংশটির নেতৃত্বে রয়েছেন মাওলানা মনসুরুল হাসান রায়পুরী (ভারপ্রাপ্ত সভাপতি) ও মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম (মহাসচিব)। এই অংশের সিনিয়র এক নেতা জানান, কাসেমী অংশ জোট ছেড়ে দেওয়ায় এখন তাদের ওপরও জোট ছাড়ার চাপ সৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, এর আগে গত কয়েক বছরে ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ন্যাপ, এনডিপি, এনপিপি, লেবার পার্টি (ক্ষুদ্রাংশ) বিএনপি জোট ছেড়ে গেছে।

আরও পড়ুন:

বিএনপি নেতৃত্বাধীন জোট ছাড়লো জমিয়ত

বিএনপি নেতৃত্বাধীন জোট ছাড়ছে জমিয়ত?

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ছাত্রদলের কর্মসূচিতে সব শিক্ষক-শিক্ষার্থীকে থাকতে অধ্যক্ষের নোটিশ, চলছে সমালোচনা
পিআর পদ্ধতির উপযোগিতা পুনর্বিবেচনার আহ্বান তারেক রহমানের
তারাকান্দায় বিএনপির কার্যালয় উদ্বোধন, নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান
সর্বশেষ খবর
দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা করে দুই আসামি ছিনতাই
দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা করে দুই আসামি ছিনতাই
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত দুই আওয়ামী লীগ নেতা
জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত দুই আওয়ামী লীগ নেতা
চেলসি থেকে আর্সেনালে কেপা
চেলসি থেকে আর্সেনালে কেপা
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল