X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

আবারও নয়া পল্টনে যাবে ‘আসল বিএনপি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২১, ১৬:২৭আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৬:২৭

আবারও রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘প্রতীকী উচ্চ আদালত’ বসানোর ঘোষণা দিয়েছেন বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা হিসেবে দাবিদার ক্রীড়ালোক পত্রিকার প্রধান সম্পাদক কামরুল হাসান নাসিম। রবিবার (১ আগস্ট) ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলন ডেকে তিনি এ ঘোষণা দেন।

কামরুল হাসান নাসিম বলেন, ‘দলীয় বিপ্লব করা হবে ২০২১ সালের মধ্যে। অর্থাৎ, এই বছরের আগস্ট মাস হতে ডিসেম্বর ২০২১ এর মধ্যে দলের নয়া পল্টন কার্যালয়ের সামনেই বসবে প্রতীকী উচ্চ আদালত। আর কোনও মহড়া নয়। কোনও এক সকালে আমি তা করে দেখাবো। রাতের আঁধারে নয়। অতঃপর, দলের ক্রেডিবল কাউন্সিল করা হবে একই সময়ে।’

তিনি বলেন,  ‘বিপ্লবের মাহেন্দ্রক্ষণে সেই কাউন্সিল করা হবে। গেলো ২০ বছরের মধ্যে বেঁচে থাকা সকল কাউন্সিলরদের ভোটে শীর্ষ নেতাকে বাছাই করা হবে।’

প্রসঙ্গত, ২০১৬ সালের জানুয়ারি ও সেপ্টেম্বরে নয়া পল্টনে অবস্থান নিতে গিয়ে দলীয় নেতাকর্মীদের তোপের মুখে পড়েন ‘আসল বিএনপির’ উদ্যোক্তা কামরুল হাসান নাসিমের অনুসারীরা। ওই বছরের জানুয়ারিতে নয়া পল্টনে নাসিমের অনুসারীদের একটি গাড়িতেও আগুন দেন বিএনপির সমর্থকরা। এর আগে,  ২০১৫ সালের ৯ জানুয়ারি রাজধানীর লেক শোর হোটেলে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ‘বিএনপি পুনর্গঠনের’ উদ্যোগ গ্রহণ করেন নাসিম।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নাসিম জানান, সামনের কাউন্সিলে খালেদা জিয়া ও তারেক রহমানকে দলীয় পদ থেকে অব্যাহতি নিতে বাধ্য করা হবে।

তিনি বলেন, ‘দলের চেয়ারপারসন হিসেবে আসন্ন কাউন্সিলে জাফরুল্লাহ চৌধুরী, মাহফুজ আনাম, ব্যারিস্টার মঈনুল হোসেনদেরকে প্রস্তাব দিয়ে  কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নন্দিত নাম হিসেবে দেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত করার উদ্যোগে যাওয়া হবে। একই সঙ্গে মহাসচিব হিসেবে আব্দুল আওয়াল মিন্টু, মির্জা আব্বাস, আমীর খসরু কিংবা  রুহুল কবীর রিজভীদের মধ্য থেকে কেউ হলে মন্দ হবে না। তবে কাউন্সিলরদের ভোটেই বিএনপির শীর্ষ পদে পুনর্গঠন করা হবে।’

নাসিম বলেন, ‘বিএনপিতে জিয়াকে সামনে রেখে রাজনীতি করতে হবে। তবে নেতৃত্ব নির্ধারিত রাখার সুযোগ নেই। ৩০ বছরের অধিক সময় নিয়ে খালেদা জিয়াই তো দলের ঐক্যের প্রতীক ছিলেন। তাকে রেখেই পুনর্গঠন করতে হবে। তবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না।’

নাসিম জানান, তিনি আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী কামরুল ইসলাম বাবুর নির্বাচনি কার্যক্রমে যুক্ত হবেন।

আরও পড়ুন:


আগুনে পুড়ল ‘আসল বিএনপি’

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা