X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

আফগানিস্তান নিয়ে ‘উদ্বিগ্ন’ খালেদা জিয়া

সালমান তারেক শাকিল
০৫ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৭

আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা গ্রহণের পর দেশটিতে সৃষ্ট পরিস্থিতি নিয়ে ‘উদ্বিগ্ন’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একইসঙ্গে দেশের ভবিষ্যৎ নিয়েও তিনি চিন্তিত বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী।

রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে দিলারা চৌধুরী এ কথা জানান। তিনি শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা একেবারেই ব্যক্তিগত পর্যায়ের সৌজন্যমূলক সাক্ষাৎ। তার (খালেদা জিয়া) পরিবারের সঙ্গে আমাদের পরিবারের একটি সুন্দর সম্পর্ক আছে। দীর্ঘদিন তিনি অসুস্থ, তাই দেখতে গিয়েছিলাম।’

শনিবার রাত সাড়ে ৮টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় যান দিলারা চৌধুরী। এ সময় তিনি প্রায় ঘণ্টাখানেক তার সঙ্গে ছিলেন। দুজনের মধ্যে ব্যক্তিগত সৌজন্যমূলক আলোচনা হয়। আলাপের এক ফাঁকে আফগানিস্তান ও বাংলাদেশ নিয়েও কথা বলেন খালেদা জিয়া। দিলারা চৌধুরী বলেন, ‘‘উনি আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ সময় বাংলাদেশ প্রসঙ্গ এলে তিনি বলেছেন, ‘আল্লাহই জানেন কী হবে..’।’’

দিলারা চৌধুরী আরও বলেন, ‘আমার হাজব্যান্ডের ইন্তেকালের পর তার সঙ্গে দেখা হয়েছিল। আমাদের এবারের দেখাটা একেবারেই সৌজন্যমূলক। দেশের রাজনীতি নিয়ে কোনও কথা হয়নি।’

অবশ্য দিলারা চৌধুরীর পারিবারিক একটি সূত্র জানিয়েছে, তিনি (দিলারা চৌধুরী) তার সন্তানদের কাছে থাকতে দীর্ঘদিনের জন্য শিগগিরই আমেরিকায় পাড়ি জমাচ্ছেন। আর এ কারণেই তিনি বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন।

অধ্যাপক দিলারা চৌধুরী (ছবি: সংগৃহীত)

খালেদা জিয়াকে কেমন দেখলেন- এমন প্রশ্নে দিলারা চৌধুরী বলেন, ‘উনি মেন্টালি খুব স্ট্রং। উনার মধ্যে ডিসেন্সি আছে, কাউকে বকাঝকা করে তিনি কিছু বলেন না। এই যে জিয়াউর রহমানের কবর নিয়ে কী সব হচ্ছে, উনি কোনও কটু কথা বলেননি।’

শারীরিকভাবে কেমন দেখলেন- জবাবে দিলারা চৌধুরী বলেন, ‘ওনার শরীরটা বেশি ভালো নেই, হাঁটতে কষ্ট হয়। চিকিৎসার বিষয়েও তেমন কিছু বলেননি। তবে একজন চিকিৎসক তার নিয়মিত খোঁজ-খবর রাখছেন, এতে তিনি খুব প্লিজড।’

দিলারা চৌধুরী বলেন, ‘বেগম জিয়ার শারীরিক কন্ডিশন বলছে তার উন্নত চিকিৎসা দরকার, দেশের বাইরে নেওয়া দরকার। স্বাস্থ্যগত দিক থেকে (বিদেশে নিতে পারলে) খুব ভালো হতো- এটা আমি মনে করি। দেশের কত যদু-মধু বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছেন, তাহলে উনি কেন পারবেন না। এটা অন্যায়।’

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!