বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর আবেদন বিষয়ে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি নতুন যে আবেদন করা হয়েছে, সেটা মানবিকভাবে (সরকার) দেখবেন, এটা আইনিভাবেই সম্ভব।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে নিজ চেম্বারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। গত ২২ সেপ্টেম্বর আইনমন্ত্রী একটি পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন, যেখানে তিনি বলেন, খালেদা জিয়াকে বিদেশে নিতে চাইলে তাকে একটা আবেদন করতে হবে। মন্ত্রীর সেই বক্তব্যের প্রেক্ষিতে পরিবার থেকে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার গত ২৫ সেপ্টেম্বর একটি আবেদন করেন। সেই আবেদনটি এখন পর্যন্ত পেইন্ডিং আছে। অফিসিয়ালি তারা কোনও কিছু বলেননি।
আমরা আশা করবো আইন অনুযায়ী খালেদা জিয়া ফৌজদারি কার্যবিধির ৪০১-এর ১ উপধারা অনুযায়ী নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়েছে। সেই আইনের সুস্পষ্টভাবে উল্লেখ আছে, কাউকে মুক্তি দিলে তা শর্তযুক্ত বা শর্তহীনভাবে দিতে পারে। এখন সেই আইনেই সম্ভব তাকে বিদেশে চিকিৎসার জন্য।
যদি সরকারের সদিচ্ছা থাকে। আমরা প্রত্যাশা করছি আইনমন্ত্রী যে পাবলিক স্টেটমেন্ট দিয়েছিলেন, আবেদন করলে সদয়ভাবে বিবেচনা করা হবে, আমাদের আবেদনটি এখনও পেন্ডিং আছে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি নতুন যে আবেদন করা হয়েছে, সেটা মানবিকভাবে দেখবেন, এটা আইনগতভাবেই সম্ভব বলেও উল্লেখ করেন ব্যারিস্টার কায়সার কামাল।