বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে কোনও দুর্নীতির মামলা নেই। তাকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে।’
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিল আইডিয়াল হাইস্কুলের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদ আয়োজিত ‘জাতীয় শ্রমিক কর্মচারী কনভেনশনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে জিনিসপত্রের দাম আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, মেহনতি মানুষের সাধ্যের বাইরে। এরা (সরকার)এটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। কারণ, এরা এই চুরির সঙ্গে জড়িত। এরা লুটেরা সরকার। লুট করে নিয়ে যাচ্ছে, বিদেশে বাড়িঘর বানাচ্ছে। তিনি বলেন, ‘একদিকে আওয়ামী লীগের লোকেরা চুরি করে, দুর্নীতি করে সম্পদের পাহাড় করছে। অপরদিকে আমাদের মানুষ দরিদ্র থেকে দরিদ্র হচ্ছে।’
খালেদা জিয়ার বিষয়ে ভয়েজ অব আমেরিকার সঙ্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যাচার করছেন, অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে কোনও দুর্নীতির মামলা নেই। যে কথা তারা বলে দুই কোটি টাকা, তা ব্যাংকে আট কোটি টাকার ওপর হয়ে গেছে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে, খালেদা জিয়া যেন রাজনীতিতে থাকতে না পারেন, তাকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের বিজয় সুনিশ্চিত। এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবো। দেশনেত্রীকে মুক্তি করতে পারবো।’
কনভেনশনে আরও উপস্থিত ছিলেন— দলের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন শ্রমিক কর্মচারী কনভেনশন আয়োজন কমিটির সমন্বয়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুর রহমান শিমুল বিশ্বাস।