X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

নতুন দলগুলোর টার্গেটে বিএনপির পদবঞ্চিতরা, সাড়া মিলছে কেমন?

সালমান তারেক শাকিল
০৩ অক্টোবর ২০২৩, ২০:৩১আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ২১:১৭

বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলোর পদহীন, বঞ্চিত, অবমূল্যায়িত নেতাদের টার্গেট করেছে নির্বাচনমুখী কয়েকটি দল। এসব দলের মধ্যে ‘তৃণমূল বিএনপি’, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টসহ (বিএনএফ)  কয়েকটি দল রয়েছে। তবে এসব দল সারা দেশ থেকে বিএনপির বঞ্চিত নেতাকর্মীদের সাড়া পাচ্ছে কম। কোনও কোনও দলের নেতা জানিয়েছেন, তারা নিজেদের তরফেই বিএনপির অনেকের সঙ্গে যোগাযোগ রাখছেন।

দলগুলোর নেতারা বলছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর চিত্র পাল্টাতে পারে। বিশেষ করে চূড়ান্তভাবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচনমুখী পদবঞ্চিত নেতারা আগ্রহী হবেন। এক্ষেত্রে আরও অন্তত মাসখানেক পর প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সক্ষম হবে দলগুলো।

সরকারের প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থার নির্ভরযোগ্য সূত্র জানায়, বিএনপির মধ্যে যারা বঞ্চিত, পদ ও মূল্যায়ন বঞ্চিত, সম্মানজনক অবস্থায় নেই—এরকম নেতাদেরই নির্বাচনমুখী তিনটি দলে ভিড়ানোর চেষ্টা এগিয়ে চলছে। বিশেষ করে বিএনপির মধ্যে যেসব নেতা ক্ষমতায় থাকতে আগ্রহী, তাদের টার্গেট করা হয়েছে।

গোয়েন্দা সংস্থার সূত্রটি উল্লেখ করে, ‘তৃণমূল বিএনপি’, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টসহ কোনও জোট হবে কিনা, নির্বাচনি জোট কেমন হবে—তা নির্ভর করছে বিএনপির নির্বাচনে আসা- না আসার ওপর। এখন পর্যন্ত বিএনপি নির্বাচনে আসবে না—এ হিসাবটিকে সামনে রেখেই নির্বাচনি পরিকল্পনা সাজানো হচ্ছে। এক্ষেত্রে বেশ কয়েকটি বিকল্প প্ল্যান রেখে এগোচ্ছে সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগ। এসব পরিকল্পনার মধ্যে বিএনপির আন্দোলন মোকাবিলার পাশাপাশি বিদেশি চাপ কীভাবে সমন্বয় করা হবে, তাও রয়েছে।

গোয়েন্দা সূত্রটি জানায়, সরকার চায় বিএনপি যেন যুক্তরাষ্ট্রের ভিসানীতির বিষয়টি নিয়েই সন্তুষ্ট থাকে। এ ক্ষেত্রে সরকার পতনের আন্দোলনের মনোযোগে বিভ্রান্তি সৃষ্টি হতে সাহায্য করবে।

সূত্রের দাবি, সরকারের শেষ মুহূর্তের কৌশল কী হবে, এর ওপর নির্ভর করছে নির্বাচনমুখী ছোট দলগুলো কোন ফর‌ম্যাটে নির্বাচনে যাবে। এ কারণে এখনই বিএনপি থেকে কারা কারা অংশ নিতে পারে, কত আসনে সমঝোতা হতে পারে, তা বলার সুযোগ নেই। এক্ষেত্রে গোয়েন্দা সূত্রটির ভাষ্য—পুরো পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে এবং খুব সামান্য শঙ্কা রয়েছে পরিস্থিতি পাল্টে যাওয়ার। ফলে, ছোট ছোট নির্বাচনমুখী দলগুলো এখন প্রার্থী বাছাই, সংগঠন গুছিয়ে আনার কার্যক্রমেই সীমাবদ্ধ রয়েছে।

জানতে চাইলে সোমবার (২ অক্টোবর) ‘তৃণমূল বিএনপি’র চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের নির্বাচনি প্রস্তুতি খুব ভালোভাবে চলছে। প্রতিদিনই নতুন প্রার্থী যাচাই করছি। আমরা চেষ্টা করছি, যত বেশি সম্ভব আসনে প্রার্থী নিশ্চিত করা। আশা করি, তিনশত আসনেই প্রার্থী চূড়ান্ত করতে পারবো।’

সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ আক্কাস আলী খান বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে উল্লেখ করেন, নির্বাচনকে সামনে রেখে তৃণমূল বিএনপি প্রার্থী বাছাইয়ের কাজ করছে। আমাদের প্রাথমিক সিদ্ধান্ত তিনশত আসনে প্রার্থী দেওয়া। মোটামুটি সাড়া পাচ্ছি প্রার্থী বাছাইয়ে। তবে বিএনপি থেকে যোগাযোগ করছে বেশি, এরকম না। নির্বাচনের তফসিল ঘোষণা হলে হয়তো চিত্র পাল্টাতে পারে।’

মোহাম্মদ আক্কাস আলী খান জানান, দলের চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সিলেটের একটি আসন থেকে, মহাসচিব তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ থেকে নির্বাচন করবেন। দলের নির্বাহী চেয়ারম্যান অন্তরা হুদা দোহার বা শ্রীনগর থেকে নির্বাচন করতে পারেন।’

মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বিএনএফের প্রধান আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাস্তবতা হচ্ছে বিএনপির বেশ কিছু নেতার সঙ্গে আমার যোগাযোগ আছে। আমি জাতীয়তাবাদী ফ্রন্টে ছিলাম ১৯৭৮ সালে। তখন আমি ন্যাপ করতাম। আমি জাতীয়তাবাদী ফ্রন্টের সূচনালগ্নে ছিলাম। পরে যখন বিএনপি হয়, তখন থেকে আমি নেই।’

বিএনএফের নির্বাচনি প্রস্তুতি চললেও শেষ পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, এ বিষয়টি এখনও ঠিক করা হয়নি বলে জানান আবুল কালাম। ‘তৃণমূল বিএনপি ও বিএনএমের সঙ্গে জোট করার কোনও সুযোগ নেই বলেও বাংলা ট্রিবিউনকে জানান আজাদ। বলেন, ‘এবার জোটগত করার সম্ভাবনা নেই। এককভাবে নির্বাচন করবো, সেটারও নিশ্চয়তা নাই।’

সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ দাবি করেন, বিএনএম জালিয়াতি করে প্রতিষ্ঠা পেয়েছে। বিভিন্ন জেলায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে মতবিনিময় সভায় উপস্থিত হতে আমাদের দলের নেতাদেরও চিঠি দেওয়া হয়েছে। সেসব চিঠিতে আমাদের নেতাদের নাম উল্লেখ করে বিএনএম বলা হয়েছে। তার মানে কী, হঠাৎ গজিয়ে ওঠা এই (বিএনএম) দলটি বিএনএফকে নকল করে হয়েছে।

দশম জাতীয় সংসদের এমপি আজাদ জানান, আগামী ২১ অক্টোবর তার দলের প্রতিনিধি সম্মেলন হবে। সেখানে তিনি নির্বাচন নিয়ে দলের অবস্থান ব্যক্ত করবেন।

নির্বাচনি প্রস্তুতি চলছে নতুন নিবন্ধিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমেও। সদ্য গঠিত এই দলটিও তিনশত আসনের প্রস্তুতি নিয়ে নেমেছে নির্বাচনি মাঠে। দলের আহ্বায়ক ড. আব্দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা তিনশত আসনেই প্রার্থী দেবো। আমাদের সে প্রস্তুতি আছে। চলতি মাসে আমাদের কাউন্সিল আছে, এসব বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে সেখানে।’

বিএনপি থেকে কেউ যোগাযোগ করছে কিনা, এমন প্রশ্নের উত্তরে আব্দুর রহমানের মন্তব্য, এরকম কোনও বিষয় নাই। যেকোনও দল থেকেই আসতে পারে। আমরা চাই ভালো মানুষ, দেশপ্রেমিক, দুর্নীতিমুক্ত, ভূমিবাজ নয়, এমন লোক। এ ধরনের মানুষ যেখান থেকেই আসবে মনোনয়ন পাবেন। বিএনপি থেকেই আসতে হবে এমন না। বিএনপি এত বড় দল, কেউ যদি দল ত্যাগ করে আসে তাহলে তো...(তিনি হেসে ওঠেন)।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব, প্রধান শিক্ষকের চেয়ার ঝুলছে গাছে
নীতি প্রণয়নে তরুণদের সম্পৃক্ত করতে বিএনপির কর্মসূচি শুরু শুক্রবার
সর্বশেষ খবর
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ