ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শোক জানিয়ে বিএনপির কার্যালয়ে ও বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত রেখেছে বিএনপি।
শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। এর অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
উল্লেখ্য, গত ১৪ দিনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ৪ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আরব বিশ্বসহ জাতিসংঘের আহ্বানের পরও থামছে না ইসরায়েলি আগ্রাসন। এদিকে গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ৪০০ জন নিহত হন।