X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

অবরোধে সক্রিয়তা বেড়েছে ছাত্রদলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৩, ১৯:৫৫আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ২০:৩০

বিএনপির চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচিতে সক্রিয়তা বেড়েছে বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের। এর আগের তিন দফা অবরোধ কর্মসূচিতেও ঢাকা ও ঢাকার বাইরে বেশ কয়েকটি স্থানে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল, ক্যাম্পাসের মূলগেটে তালা ঝুলিয়ে দিয়েছেন নেতাকর্মীরা।

রবিবার (১২ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে কেন্দ্রীয় ও থানা ছাত্রদলের নেতাকর্মীরা সড়ক অবরোধ করার চেষ্টা করে। এ সময় তারা বিক্ষোভ মিছিল করেন।

রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরে সোয়ারিঘাটে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে নৌপথ অবরোধ ও পিকেটিং করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে সকাল ৭টায় কাঁটাবন-নীলক্ষেতের রাস্তায় শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

তেজগাঁও রেলগেট এলাকায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী মোহাম্মদ ইলিয়াছের নেতৃত্বে রাস্তা অবরোধ ও মিছিল করা হয়।

সকালে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সভাপতি মো. ইব্রাহিম হোসেন বিপ্লব ও সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন সোহাগের নেতৃত্ব মিরপুরে ১২ নম্বরে অবরোধের সমর্থনে মিছিল বের করা হয়।

রাজধানীর ইস্কাটন-বাংলামোটর এলাকায় সংগঠনের সভাপতি ফয়সাল দেওয়ান ও সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন খানের নেতৃত্বে সড়ক অবরোধ ও মিছিল করা হয়। সেখান থেকে একজনকে গ্রেফতারের অভিযোগ পাওয়া গেছে।

বনশ্রীতে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হয়েছে।

অবরোধের সমর্থনে গুলশান-২ ও নাবিস্কো মোড়ে বিক্ষোভ পিকেটিং করেছেন সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে গুলশান ১ থেকে গুলশান ২ নম্বর অভিমুখে মিছিল ও অবরোধ করেন তারা। এদিকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও তিতুমীর কলেজ ছাত্রদলের উদ্যোগে রাজধানীর নাবিস্কো মোড় থেকে গুলশান-১ অভিমুখে মিছিল ও পিকেটিং করা হয়।

এছাড়া ঢাকার বাইরেও বিভিন্ন জেলা-উপজেলায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা সড়ক বন্ধ করে অবরোধ কর্মসূচি পালন করেন।

ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সংগঠনের বর্তমান কমিটি ভেঙে দিয়ে শিগগিরই নতুন কমিটি ঘোষণা করার কথা চলছে। সে ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে, অর্থাৎ সরকার দাবি মেনে নিলে, নির্বাচনের আগেই সেই কমিটি ঘোষণা হতে পারে। অথবা আগামী বছর জানুয়ারিতে এ কমিটির ঘোষণা আসতে পারে। তাই সংগঠনে পদ-পদবি পাওয়ার জন্যই ছাত্রনেতা ও কর্মীরা সক্রিয় রয়েছেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও ছাত্রদল নেতাদের সরাসরি নিয়মিত যোগাযোগ হচ্ছে। এতে তারা আরও উজ্জীবিত বলেও জানান বিভিন্ন থানার ছাত্রদল নেতারা।

এ বিষয়ে জানতে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। 

সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, আমরা যারা ছাত্রদল করি তারা কিন্তু জানি না ক্ষমতা কী, তবু ছাত্রদল করছি আমাদের প্রজন্মের যারা ভোট দিতে পারছে না তাদেরসহ দেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য। আমাদের মূল লড়াইটা দেশের মানুষকে ভালো রাখা, একটা সুন্দর ছাত্র সমাজ গঠন করা, শিক্ষাঙ্গন তৈরি করা। সেই তাগিদ থেকেই আমরা বারবার রাজপথে নামছি। আমরা হঠাৎ করে সক্রিয় হচ্ছি তা না। আমরা মূল দল বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে সবসময় অগ্রভাগে ছিলাম, আছি। 

নতুন কমিটির বিষয়ে তিনি বলেন, 'এখন দেশের যে অবস্থা সেখানে কমিটি ভাবনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া, এটি যখন মনে হবে সময় এসেছে তখনই হবে। এখন আমরা ছাত্রসমাজ কেবল মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। যদি বলেন কমিটিতে পদ পাবার জন্য ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তায় নেমেছে, তাহলে সেটা সঠিক না। পদ পাবার লড়াই আর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে পার্থক্য দৃশ্যমান। আমরা দেশের মানুষের জন্য আন্দোলন-সংগ্রাম করছি।

রাজধানীজুড়েই ছিল বিএনপির নেতাকর্মীদের অবস্থান

চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন সড়কে সারা দিনই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিলসহ অবস্থান নেওয়ার চেষ্টা করেন। কোথাও দীর্ঘ সময় অবস্থান নিতে না পারলেও সকাল থেকে বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সরব ছিলেন দলের নেতাকর্মীরা। এছাড়া যুগপতে থাকা ও সমমনা বিরোধী দলগুলোও রাজধানীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

অবরোধকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কে সাধারণ মানুষের উপস্থিতি ছিল কম। গণপরিবহন চলাচলও তেমন ছিল না। এর আগে শনিবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় কয়েকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ঢাকার যেসব স্থানে মিছিল করেছে বিএনপি

রবিবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে কাঁচাবাজার মোড়ে বিক্ষোভ মিছিল ও পিকেটিংয়ের মাধ্যমে সড়ক অবরোধ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অবরোধ সফল করতে রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির মিছিল এছাড়া স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে যাত্রাবাড়ী, মীর হাজীরবাগ, সায়েদাবাদ রেলগেট, চকবাজার, উর্দু রোড, সবুজবাগ, বনশ্রী, খিলগাঁও ও ধানমন্ডিতে এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি মো. রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রাসেল খানের নেতৃত্বে শাহবাগ, রমনা, পল্টন, মতিঝিল ও শাজাহানপুরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

এদিকে অবরোধের সমর্থনে মিরপুরে পল্লবী থানা বিএনপি ও অঙ্গসংগঠন, ধামরাইয়ে ঢাকা জেলা যুবদল, দক্ষিণ খানে থানা মহিলা দল, জাহাঙ্গীর গেট থেকে মহাখালীতে মহানগর যুবদলসহ বিভিন্ন থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেন।

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
শাহবাগ এখনও অবরোধ রেখেছেন জুলাই আহতরা
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞায় বিএনপি আনন্দিত
আ.লীগ নিষিদ্ধের উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত ছিল: এ্যানি
সর্বশেষ খবর
অটোরিকশায় করে তিনটি আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল তারা
অটোরিকশায় করে তিনটি আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল তারা
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আ.লীগেরর কার্যক্রম নিষিদ্ধে সরকারের সিদ্ধান্ত যুগান্তকারী: মজলিস
আ.লীগেরর কার্যক্রম নিষিদ্ধে সরকারের সিদ্ধান্ত যুগান্তকারী: মজলিস
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ