X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

খালেদা জিয়ার বাসায় সেনাপ্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৫, ২১:৫১আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০২:২৫

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৮টা ৩০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে প্রবেশ করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছিলেন তিনি। সেনাপ্রধানের সঙ্গে ওনার সহধর্মিণী বেগম সারাহনাজ কামালিকা রহমান ছিলেন। তারা প্রায় ৪০ মিনিট ছিলেন।’

শায়রুল কবির খান জানান, সেনাপ্রধান বাসভবনে পৌঁছালে মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর তাকে স্বাগত জানান।

ফজলে এলাহি আকবরকে উদ্ধৃত করে শায়রুল কবির জানান, ‘সেনাপ্রধান বলেছেন, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেজন্য তিনি দোয়া করেছেন। 

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের বিষয়টি রাজনীতিতে আগ্রহ সৃষ্টি করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিষয়টিকে ‘রাজনীতির ইতিহাসে বিরল ঘটনা’ ও ‘এই সময়ের জন্য ইতিবাচক’ বলে মনে করছেন। কোনও রাজনীতিকই উদ্ধৃত হতে সম্মতি দেননি, তাদের ভাষ্য— প্রাতিষ্ঠানিক কারণে বিষয়টি স্পর্শকাতর।

বাংলা ট্রিবিউনের কাছে একাধিক দলের শীর্ষনেতা বলেছেন, রাজনীতির নিকট অতীতে সাবেক কোনও প্রধানমন্ত্রীর বাসায় সেনাপ্রধানের আগমনের বিষয়টি এই প্রথম। বিএনপির বিভিন্ন পর্যায়ে আলাপ করে জানা গেছে, সেনাপ্রধান বিএনপির চেয়ারপারসনের সুস্বাস্থ্য কামনা করেছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য এ ঘটনায় প্রতিবেদকের কাছে মন্তব্য করেন, ‘আলহামদুলিল্লাহ।’

গণতন্ত্র মঞ্চের প্রভাবশালী একজন নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ঘটনা ইতিবাচক বার্তা দেয়। দেশের রাজনীতিতে এ ধরনের ঘটনা বিরল।’

মূলত বৃহস্পতিবার সকালের দিকে সেনাপ্রধানের গুলশানে আসার বিষয়টি নিশ্চিত হয়। যদিও খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের চল্লিশ মিনিটের পুরো আলাপের বিষয়ে কিছু জানা যায়নি।

বিএনপির উচ্চপর্যায়ের সূত্র বলছে, আগামী কয়েকদিনের মধ্যে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। শারীরিক সুস্থতা থাকা সাপেক্ষে এই বিমানসফর শুরু করবেন তিনি। লন্ডন থেকে বেগম জিয়া আমেরিকায় যাবেন। চিকিৎসক, সহকারীসহ অন্তত ১৭-১৮ জনের একটি টিম খালেদা জিয়ার লন্ডন-সফরসঙ্গী হবেন।

বিদেশ যাওয়ার প্রাক্কালে খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎটিকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মন্তব্য করেন একাধিক রাজনীতিক।

/এসটিএস/এপিএইচ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব, প্রধান শিক্ষকের চেয়ার ঝুলছে গাছে
নীতি প্রণয়নে তরুণদের সম্পৃক্ত করতে বিএনপির কর্মসূচি শুরু শুক্রবার
সর্বশেষ খবর
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ